ইরানের মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
(last modified Fri, 18 Aug 2023 08:41:45 GMT )
আগস্ট ১৮, ২০২৩ ১৪:৪১ Asia/Dhaka
  • ইরানের মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ নগরীর শাহ চেরাগ মাজারে ‘জঘন্য ও কাপুরুষোচিত’ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গতকাল এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো বলেছে,  সন্ত্রাসবাদের সবগুলো রূপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য অন্যতম বড় হুমকি।

 

বিবৃতিতে বলা হয়েছে, অপরাধী, সংগঠক, অর্থায়নকারী এবং সন্ত্রাসের এই নিন্দনীয় কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকদের অবশ্যই জবাবদিহি করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। বিশ্ব সংস্থাটি আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের এ সংক্রান্ত প্রস্তাবের অধীনে সমস্ত দেশকে ইরানসহ এ সংক্রান্ত অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

গত ১৩ আগস্ট ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ নগরীর শাহ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। হামলাকারীকে আটক করা হয়েছে।

এর আগে গত বছরের ২৬ অক্টোবর ইরানের শিরাজ নগরীর এই মাজারে (শাহ চেরাগ) এক সন্ত্রাসী হামলায় নারী ও শিশুসহ ১৫ জিয়ারতকারী নিহত হয়েছিলেন। ওই ঘটনায় আরো কয়েক ডজন মানুষ আহত হন। হামলার সময় এক বন্দুকধারীকে আহত অবস্থায় আটক করে নিরাপত্তা বাহিনী।পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ওই হামলায় জড়িত অপর দুই ব্যক্তির মৃত্যুদণ্ড গত মাসে কার্যকর করা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।