ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন রায়িসি
(last modified Mon, 21 Aug 2023 03:45:42 GMT )
আগস্ট ২১, ২০২৩ ০৯:৪৫ Asia/Dhaka
  • উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্স সদস্য দেশের পতাকা।  (ফাইল ফটো)
    উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্স সদস্য দেশের পতাকা। (ফাইল ফটো)

উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা ব্রিকসের বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ইরান ত্যাগ করবেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। আগামী ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জোহানেসবার্গে ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে প্রেসিডেন্ট রায়িসি বুধবার জোহানেসবার্গের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবেন। শীর্ষ সম্মেলনে ভাষণ দেয়া ছাড়াও তিনি সম্মেলনে উপস্থিত বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলবেন।

দক্ষিণ আফ্রিকার বিভিন্ন সূত্র জানিয়েছে, এবারের সম্মেলনে বিশ্বের ৭০ দেশের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।  এছাড়া, ইরান, সৌদি আরব, আর্জেন্টিনা ও মিশরসহ প্রায় ৪০টি দেশ ব্রিকসে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।

এ কারণে, ব্রিকসের আকার বাড়ানো হবে এবারের শীর্ষ সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। বলা হচ্ছে, বিশ্বব্যাপী পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ব্রিকস প্লাস নামে একটি ভূরাজনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করবে ব্রিকস।

 দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট ব্রিকসকে পশ্চিমা অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্যের বিকল্প হিসেবেও ভাবতে শুরু করেছেন অনেকে।  জোটের পাঁচ দেশে বিশ্বের ৪২ শতাংশ নাগরিকের বসবাস এবং এসব দেশ বিশ্ব অর্থনীতির শতকরা প্রায় ২৬ ভাগ নিয়ন্ত্রণ করে। ইরান আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেয়ার আবেদন জানিয়ে রেখেছে। রাশিয়া ও চীন এরইমধ্যে ইরানের সদস্যপদ লাভের পক্ষে সমর্থন জানানোর ঘোষণা দিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ