ব্রিক্সে যোগদানের মাধ্যমে নয়া বিশ্ব ব্যবস্থায় ইরানের অবস্থান ফুটে উঠেছে: আলি আকবারি
https://parstoday.ir/bn/news/iran-i127278
তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: ব্রিক্স"-এ ইরানের সদস্যপদ প্রাপ্তি আমেরিকার একনায়কত্ব বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে তাদের ঔদ্ধত্য দমনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ২৫, ২০২৩ ১৮:০৪ Asia/Dhaka
  • মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবরী
    মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবরী

তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: ব্রিক্স"-এ ইরানের সদস্যপদ প্রাপ্তি আমেরিকার একনায়কত্ব বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে তাদের ঔদ্ধত্য দমনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

জুমার নামাজের খতিব হোজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবরী আজ এ মন্তব্য করেন। ১৩ তম সরকারের সক্রিয় কূটনীতির কথা উল্লেখ করে তিনি বলেন: প্রতিবেশী এবং এ অঞ্চলের দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করার কূটনীতিক যথার্থ এবং দূরদর্শী নীতি বলে অভিহিত করেন তিনি। বিশিষ্ট এই আলেম আরও বলেন: এশিয়া এবং প্রাচ্যের সাথে বিশেষ করে সাংহাইয়ে ইরানের যোগদান ছিল গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্যগুলোর অন্যতম।

ব্রিক্সে ইরানের যোগদান এবং দক্ষিণ আফ্রিকায় প্রেসিডেন্ট রায়িসির সফর সম্পর্কেও তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন: প্রেসিডেন্ট রায়িসির সাম্প্রতিক আফ্রিকা সফরের গুরুত্বপূর্ণ অর্জন ব্রিক্সে ইরানের সদস্যপদ লাভ। ব্রিক্সের সদস্য হয়ে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে ইরানও যুক্ত হলো।

জনাব আলী আকবরী বলেন: আন্তর্জাতিক অর্থনীতিতে ব্রিক্সের একটি গুরুত্বপূর্ণ ও বিশেষ অবস্থান রয়েছে। এই ফোরামে ইরানের সদস্যপদ মার্কিন একনায়কত্ব ভাঙতে এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের ঔদ্ধত্য দমনে অত্যন্ত কার্যকর প্রভাব ফেলবে।

ব্রিক্সে যোগদানের মাধ্যমে নয়া বিশ্ব ব্যবস্থায় ইরানের অবস্থান ফুটে উঠেছে বলে জনাব আকবারি মন্তব্য করেন। ইমাম হোসাইন (আ) এর শাহাদাতের চেহলামকে আধুনিক জাহেলিয়াতের ঝড় থেকে বিশ্বমানবতার রক্ষাকবচ বলে মন্তব্য করেন জুমার খতিব।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।