ধর্ম-দর্শন
মহানবীর (সা) দৃষ্টিতে সবচেয়ে সুন্দর নৈতিকতা ও সর্বোত্তম আচরণ
-
মহানবীর সা) দৃষ্টিতে কোনটি সবচেয়ে সুন্দর নৈতিকতা ও সর্বোত্তম আচরণ ?
পার্স টুডে - সততা এমন একটি মূল্যবোধ যা মানবীয় সম্পর্কের মধ্যে আস্থা, শান্তি এবং শ্রদ্ধাকে বাঁচিয়ে রাখে। বিশ্বে যেখানে মানুষের যোগাযোগ ক্রমশ জটিল হয়ে উঠছে সেখানে সততার গুরুত্ব অপরিসীম
ধর্ম বা সংস্কৃতি যাই হোক না কেন, আমাদের জীবনের কোনো না কোনো সময়ে, আমরা সকলেই এমন লোকদের খুঁজি যাদের আমরা নিরাপদে বিশ্বাস করতে পারি; যারা "সত্যবাদী"।
ইসলামী ঐতিহ্যে, সততা কেবল একটি ব্যক্তিগত গুণ নয়, একইসঙ্গে তা নৈতিক পরিপক্কতা এবং সামাজিক শালীনতারও একটি চিহ্ন। ইসলামের মহানবী হযরত মুহাম্মদ (সা.) একটি সংক্ষিপ্ত কিন্তু অর্থপূর্ণ বাক্যে এই নীতিটি প্রকাশ করেছেন এভাবে: "সত্যবাদী হওয়া ও মিথ্যা বলা এড়িয়ে চলা সবচেয়ে সুন্দর নৈতিকতা এবং সর্বোত্তম আচরণ।"
এই দৃষ্টিভঙ্গি, ধর্মীয় সুপারিশের বাইরেও, একটি সার্বজনীন বার্তা বহন করে; মানুষ তাদের কথার মাধ্যমে বিশ্বাসের সেতু অথবা অবিশ্বাসের দেয়াল তৈরি করতে পারে। যদিও সমস্যা থেকে বাঁচতে বা বাস্তবতা ঢেকে রাখতে মিথ্যা বলা হয়, তবুও মিথ্যা শেষ পর্যন্ত সম্পর্ক নষ্ট করে ও হৃদয়কে বিচ্ছিন্ন করে।
কিছু লোক যা মনে করে তার বিপরীতে, ইসলাম কেবল কিছু নিয়মের সমষ্টি নয়; একইসঙ্গে এটি নীতিমালা, সততা এবং মানুষের প্রতি শ্রদ্ধার সাথে জীবনযাপনের আহ্বান। এই ধর্মে ন্যায়বিচারসহ উন্নত সব নীতি ও চরিত্র এবং নৈতিকতার স্থান ইবাদতের সমান। এই প্রেক্ষাপটে, সত্যবাদিতা কেবল একটি কাম্য আচরণই নয়, একইসঙ্গে এটি একটি ইবাদতও বটে, কারণ এর মাধ্যমে হৃদয় শান্ত হয় এবং সমাজ মানসিক ও সামাজিক স্বাস্থ্যের দিকে এগিয়ে যায়। #
পার্স টুডে/এমএএইচ/০১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।