আগস্ট ২৮, ২০২৩ ১৭:২৭ Asia/Dhaka
  • মাহদি সাফারি
    মাহদি সাফারি

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারি বলেছেন, ব্রিক্সের সদস্য হওয়ায় ইরানের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র বাড়বে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন থেকে ইরানকে এই অর্থনৈতিক জোটের সদস্য হতে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইরান ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর ও ইথিউপিয়াকে এই জোটের সদস্য হতে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী বছরের শুরুতেই এসব দেশের সদস্যপদ কার্যকর হবে।

ইরানের অর্থনীতি বিষয়ক রেডিও 'একতেসাদ'-কে দেওয়া সাক্ষাতকারে উপ-পররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারি আরও বলেছেন, ব্রিকসে ইরানের অন্তর্ভুক্তি অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরণের পথ খুলে দেবে। তিনি বলেন, ব্রিক্স অদূর ভবিষ্যতেই একটি বড় আন্তর্জাতিক ফোরামে পরিণত হবে। কারণ ২৩টি দেশ সংস্থাটির সদস্যপদ পাওয়ার জন্য চেষ্টা করছে।

সাফারি বলেন, ব্রিক্সে ইরানের সদস্যপদ প্রাপ্তি অনেক বড় ঘটনা। এটা বিশ্বে একাধিপত্যবাদ অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।#

পার্সটুডে/এসএ/২৮ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।     

ট্যাগ