সেপ্টেম্বর ০৭, ২০২৩ ১০:০০ Asia/Dhaka
  • রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি
    রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি

ইরানের একজন সিনিয়র সেনা কমান্ডার বলেছেন, পারস্য উপসাগরে বহিঃশক্তিগুলোর সামরিক উপস্থিতি এই কৌশলগত অঞ্চলকে নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু দিতে পারেনি।

ইরানের সেনাবাহিনীর ডেপুটি সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বুধবার তেহরানে এক বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার নামে এ অঞ্চলে বিদেশি সামরিক উপস্থিতি সম্পর্কে বক্তব্য রাখছিলেন।

অ্যাডমিরাল সাইয়্যারি বলেন, ইরান এরইমধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছে এবং তা সম্ভব হয়েছে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতায়।

পারস্য উপসাগরের নিরাপত্তা বিধানের জন্য কোনো বিদেশি শক্তির প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দেন ইরানের এই সেনা কমান্ডার। তিনি বলেন, বিগত দশকগুলোর অভিজ্ঞতা প্রমাণ করেছে, বহিঃশক্তিগুলোর উপস্থিতি এ অঞ্চলে কেবল নিরাপত্তাহীনতাই সৃষ্টি করে।

অ্যাডমিরাল সাইয়্যারি বলেন, ইরানের নৌবাহিনী নৌ ড্রোন তৈরির উদ্যোগ নিয়েছে যা এই বাহিনীর সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে। প্রয়োজনে শিগগিরই নৌ ড্রোন ব্যবহার করে মহড়া চালাবে ইরানের নৌবাহিনী।

এর আগে গতমাসে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি বলেছিলেন, পারস্য উপসাগর, ওমান সাগর ও ভারত মহাসাগরের নিরাপত্তা বিধানের দায়িত্ব আমেরিকার নয় এবং মার্কিন সরকারকে গায়ে পড়ে কেউ এ কাজ করতে আমন্ত্রণ জানায়নি।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৭

ট্যাগ