ষড়যন্ত্রের শেষ নেই, তবু দ্রুত গতিতে এগোচ্ছে ইরান: প্রেসিডেন্ট রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i127836-ষড়যন্ত্রের_শেষ_নেই_তবু_দ্রুত_গতিতে_এগোচ্ছে_ইরান_প্রেসিডেন্ট_রায়িসি
ইরান আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও দ্রুত এগিয়ে যাচ্ছে। এ কথা বলেছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি। গতরাতে দক্ষিণ খোরাসান প্রদেশ সফরকালে মসজিদের ইমামদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২৩ ১৯:০৪ Asia/Dhaka
  • রায়িসি
    রায়িসি

ইরান আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও দ্রুত এগিয়ে যাচ্ছে। এ কথা বলেছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি। গতরাতে দক্ষিণ খোরাসান প্রদেশ সফরকালে মসজিদের ইমামদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

রায়িসি আরও বলেন, সব পথে চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর এখন শত্রুরা ইরানে দাঙ্গা-হাঙ্গামা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শত্রুরা দেখেছে ইরানিরা নানা ধরণের চাপ ও নিষেধাজ্ঞাকে সুযোগে পরিণত করেছে এবং শত্রুদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয়ী হয়েছে।

অতীতের মতো ভবিষ্যতেও ইরানিরা শত্রুদের সব ষড়যন্ত্র নস্যাত করতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন।

রায়িসি বলেন, শত্রুরা প্রচারণা যুদ্ধ চালাচ্ছে। ইরানিদের মনোবল নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু তারা সফল হবে না।

ইরানের বর্তমান প্রেসিডেন্ট সুযোগ পেলেই বিভিন্ন প্রদেশ সফর করেন এবং বিভিন্ন প্রদেশের শহর ও গ্রামগুলোর অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি কখনো কখনো নিজে স্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের নির্দেশ জারি করেন।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।