সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১৮:৫০ Asia/Dhaka
  • মোহাম্মাদ রেজা ফারজিন
    মোহাম্মাদ রেজা ফারজিন

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মাদ রেজা ফারজিন বলেছেন, দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ৫৫৭ কোটি ৬৪ লাখ ৯২ হাজার ইউরো আল আহলি ও দুখান ব্যাংকের ইরানি অ্যাকাউন্টে জমা হয়েছে। কাতারের ঐ দুই ব্যাংকে ইরানের ছয়টি ব্যাংকের অ্যাকাউন্টে এসব অর্থ জমা হয়েছে। 

ইরানি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি আজ (সোমবার) দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানি অর্থ ছাড় প্রসঙ্গে আরও বলেন, দক্ষিণ কোরিয়ায় উরি ও আইবিকে ব্যাংকের পাশাপাশি মেল্লাত ব্যাংকের সিউল শাখায় আটকে থাকা সব ইরানি অর্থ গত ১০ আগস্ট সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়। ঐ অর্থকে ইউরোতে রূপান্তরিত করতে সেখানে পাঠানো হয়েছিল।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, গতকাল কাতারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আমাদেরকে জানানো হয় সেদেশে ইরানি ব্যাংকগুলোর অ্যাকাউন্ট সক্রিয় হয়েছে। এরপর আজ ইরানের ঐসব অ্যাকাউন্টে ইউরো জমা হয়।

দক্ষিণ কোরিয়া ইরানের অর্থ আটকে রাখায় যে পরিমাণ ক্ষতি হয়েছে তা আদায়ের লক্ষ্যে কাজ চলছে বলেও তিনি জানান।

মোহাম্মাদ রেজা ফারজিন বলেন, আরও কয়েকটি দেশে আটকে থাকা ইরানি অর্থ ছাড়ের বিষয়ে কাজ চলছে। বিষয়টি চূড়ান্ত হলে তা ঘোষণা করা হবে।

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির আওতায় যুক্তরাষ্ট্র বেআইনিভাবে বিদেশে থাকা ইরানের বিপুল পরিমাণ অর্থ আটকে দিয়েছে। এ অবস্থায় সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানে আটক পাঁচ মার্কিন বন্দীর মুক্তির বিনিময়ে আমেরিকায় আটক পাঁচ ইরানি নাগরিককে মুক্তি এবং দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানি অর্থ ছাড়ের প্রতিশ্রুতি দেন।#  

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ