সেপ্টেম্বর ২০, ২০২৩ ১৩:০২ Asia/Dhaka
  • ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি’র প্রধান পেইমান জেবেলি
    ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি’র প্রধান পেইমান জেবেলি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি’র প্রধান পেইমান জেবেলি বলেছেন, আমেরিকা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠস্বর সহ্য করতে পারে না এবং তাদের বাকস্বাধীনতার কথা নিতান্তই ফাঁকাবুলি। ইরানের তিনটি গণমাধ্যমের ওপর আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর এ কথা বললেন তিনি।

গত বছর ইরানি নারী মাহসা আমিনির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দাঙ্গা-সংঘাতের বার্ষিকীর আগ মুহূর্তে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর অংশ হিসেবে গত শুক্রবার ইরানের তিনটি গণমাধ্যমের উপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। এ সম্পর্কে গতকাল (মঙ্গলবার) ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে পেইমান জেবেলি বলেন, স্বাধীন গণমাধ্যমের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নতুন কোনো বিষয় নয় বরং তাদের মধ্যে ‘আন্তর্জাতিক গণমাধ্যম স্বৈরতন্ত্র’ বিদ্যমান। এই স্বৈরতন্ত্রের জন্য তারা ভিন্ন মতের স্বাধীন কোনো গণমাধ্যমকে সহ্য করতে পারে না। এজন্য তারা এসব গণমাধ্যমের অগ্রযাত্রা যেকোন উপায়ে থামানোর চেষ্টা করছে।

পেইমান জেবেলি সুস্পষ্ট করে বলেন, পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাধীন গণমাধ্যম ও বাকস্বাধীনতার ওপর যে সমস্ত পাঠদান করা হয় তাদের কাছে বাস্তবে তার অস্তিত্ব নেই, এটা নিতান্তই ফাঁকাবুলি। তিনি বলেন, আমেরিকাসহ পশ্চিমা জগতের বাধা সত্বেও এসব গণমাধ্যম একটা উল্লেখযোগ্য সংখ্যক দর্শক-শ্রোতার কাছে পৌঁছাতে পেরেছে এবং তারা তাদের শক্তিশালী কণ্ঠস্বর নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে।#


পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ