অক্টোবর ০১, ২০২৩ ১০:২০ Asia/Dhaka
  • কলিবফ
    কলিবফ

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস নিজেদের মধ্যে আর্থিক লেনদেন করার জন্য ‘ব্রিকস পে’ নামে যে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলেছে ইরান তাতে শিগগিরই যুক্ত হবে বলে খবর দিয়েছেন পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফ।

ব্রিকস পে’তে যুক্ত হলে মার্কিন নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট বৈশ্বিক লেনদেনে যে অসুবিধা হচ্ছিল তা অনেকটাই লাঘব বলে বলে তিনি আশা প্রকাশ করেছেন। কলিবফ শনিবার পার্লামেন্ট অধিবেশনে এক বক্তব্যে বলেছেন, ২০২৪ সালের ১ জানুয়ারি ইরান আনুষ্ঠানিকভাবে ব্রিকস পে’তে যুক্ত হবে।

ব্রিকস পে’র ওয়েবসাইটে বলা হয়েছে, প্রাথমিকভাবে ব্রিকসভুক্ত দেশগুলো এই ব্যবস্থার আওতায় এলেও ধীরে ধীরে এই সংস্থার বাইরে দেশগুলোকেও এই আর্থিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে।

ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, এর ফলে বৃহৎ রাষ্ট্রগুলোর সঙ্গে তার দেশের আর্থিক লেনদেন করার একটি বড় ধরনের সুযোগ তৈরি হবে। ব্রিকসভুক্ত দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইরানের বাণিজ্যিক লেনদেন দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলেও জানান বাকের কলিবফ।

গত আগস্ট মাসে ব্রিকসের সর্বশেষ শীর্ষ সম্মেলনে ইরানকে এই সংস্থার সদস্য করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।২০২৪ সালের শুরু থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ব্রিকসের সদস্যপদ লাভের দুই মাস আগে ইরান সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য হয়।ওই সংস্থায়ও চীন, রাশিয়া এবং ভারতের মতো বৃহৎ অর্থনৈতিক শক্তিগুলোর সক্রিয় উপস্থিতি রয়েছে।

বাকের কলিবফ সম্প্রতি ব্রিকসভুক্ত দেশগুলোর পার্লামেন্ট স্পিকারদের বৈঠকে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা সফর করেন। সেখান থেকে ফিরে তিনি শনিবার আরো বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে সুইফট সিস্টেম থেকে বাদ পড়ায় ইরানের যে ক্ষতি হয়েছিল ব্রিকস পে’র মাধ্যমে তা অনেকাংশে পুষিয়ে যাবে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বেশ কয়েক বছর আগে বেলজিয়াম-ভিত্তিক সুইফট সিস্টেম থেকে ইরানকে বাদ দেয়া হয়েছিল।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

ট্যাগ