অক্টোবর ০৫, ২০২৩ ১০:২৬ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে ব্রিটিশ সরকারের ‘হস্তক্ষেপমূলক’ বক্তব্য তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, বিজ্ঞান ও গবেষণা খাতে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা খাতে ইরানের অর্জনগুলো আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ বৈধ।

ইরান গত মাসে মহাকাশের কক্ষপথে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইমেজিং স্যাটেলাইট নূর-৩ সফলভাবে স্থাপন করে। আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশন ‘কাসেদ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে পাঠায়।

এই খবর প্রচারিত হওয়ার পর ব্রিটিশ সরকার এক বিবৃতিতে দাবি করে, কাসেদ ক্ষেপণাস্ত্রে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সব প্রযুক্তি সংযোজন করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রে ইরান পরমাণু অস্ত্র বহন করতে চায় বলে লন্ডন অভিযোগ করে।

এর প্রতিক্রিয়ায় নাসের কানয়ানি বলেন, এ ধরনের হস্তক্ষেপূলক বক্তব্য ইরানের প্রযুক্তিগত উৎকর্ষের ব্যাপারে ব্রিটিশ সরকারের ‘অন্তর্জ্বালা ও আত্মকেন্দ্রিক মনোভাবের’ বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তবে পাশ্চাত্যের এ ধরনে বক্তব্য সত্ত্বেও বিজ্ঞান ও প্রযুক্তিগত ক্ষেত্রে ইরানি জাতি সামনে এগিয়ে যেতে বদ্ধপরিকর বলে তিনি প্রত্যয় জানান।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ