অক্টোবর ২৫, ২০২৩ ১৬:৩৬ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইহুদিবাদী ইসরাইলসহ তাদের কোনো কোনো পশ্চিমা দেশের মদদদাতাদের ব্যাপারে খোলামেলা মন্তব্য করেছেন। জনাব নাসের কানয়ানি বলেছেন: ইসরাইলের মদদদাতারা ইহুদিবাদীদের যুদ্ধাপরাধের দায় এড়াতে পারবে না।

সামাজিক যেগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন: ইহুদিবাদীরা বিগত ২৪ ঘণ্টায় অন্তত ৮০০ ফিলিস্তিনীকে শহীদ করেছে। তিনি বলেন: আমেরিকা এবং ইউরোপের কিছু দেশ এই হিংস্র শিকারী প্রাণীর লাগাম ছেড়ে দিয়েছে। সুতরাং বর্বর ইসরাইলের পৃষ্ঠপোষকরা তাদের সংঘটিত যুদ্ধাপরাধের দায় কিছুতেই এড়াতে পারে না।

আমির সাইদ ইরভানি

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ও প্রতিনিধি আমির সাইদ ইরভানিও আজ সকালে নিরাপত্তা পরিষদের বৈঠকে বিশেষ করে ফিলিস্তিন পরিস্থিতি এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠীর প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশের সমর্থন সম্পর্কে কথা বলেন। তিনি বলেন: ইসরাইলি দখলদারিত্ব এবং তাদের আগ্রাসনের প্রতি আমেরিকার প্রশ্নাতীত সমর্থন ফিলিস্তিনকে ভীষণভাবে সমস্যাগ্রস্ত করেছে।

ইরভানি আরও বলেন: দু:খজনকভাবে আমেরিকা এবং কিছু পশ্চিমা দেশ অপরাধীর পরিবর্তে মজলুমকে অপরাধী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছে। তারা ফিলিস্তিনি জনগণের আত্ম-নিয়ন্ত্রণের অধিকারকে সন্ত্রাসবাদ বলে উল্লেখ করছে। অথচ দখলদার ইহুদিবাদী ইসরাইলকে আত্মরক্ষার একটি অন্যায্য অধিকার দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ