শিশু হত্যাকারী ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন আঞ্চলিক নিরাপত্তা জটিল করেছে
(last modified Wed, 08 Nov 2023 12:09:10 GMT )
নভেম্বর ০৮, ২০২৩ ১৮:০৯ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি
    ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, অবৈধ রাষ্ট্র ইসরাইলের ভেতরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাম্প্রতিক সফল অভিযান শিশু হত্যাকারী ইসরাইলের ‘ভুয়া শক্তি’র মুখোশ উন্মোচন করেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বর্বর ইসরাইলের প্রতি আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সমর্থন মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে জাটিল করে তুলেছে।

জেনারেল আশতিয়ানি বলেন, অপারেশন আল-আকসা স্টর্ম-সহ ফিলিস্তিনি অভিযানগুলো কয়েক দশকের নিষেধাজ্ঞা ও হয়রানির প্রতিরোধের স্প্রিহা থেকে পরিচালনা করা হয়েছে। এইসব নিষেধাজ্ঞা, হত্যাযজ্ঞ ও নিপীড়ন ফিলিস্তিনি যোদ্ধাদের সক্ষমতা এবং তাদের প্রতিশোধ গ্রহণের মনোভাবের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।

গতকাল (মঙ্গলবার) তেহরানে তুরস্কের রাষ্ট্রদূত হিকাবি কিরলাঙ্গিকের সাথে এক বৈঠকে জেনারেল আশমতিয়ানি আরো বলেন, "একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিনি অভিযান হিসেবে অপারেশন আল-আকসা স্টর্ম সফল হয়েছে, এই অভিযানের দুর্দান্ত সাফল্য ছিল এবং ইহুদিবাদী শাসকদের ভুয়া শক্তিকে উন্মোচিত করেছে।"

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, দখলদার ইসরাইল গাজায় তার কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না এবং শিশু-হত্যাকারী ইহুদিবাদীদের অপরাধের জন্য আমেরিকা ও পশ্চিমাদের সমর্থন এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

ইরানি প্রতিরক্ষামন্ত্রী মুসলিম সরকারগুলোকে ইসরাইলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইসরাইলের বিরুদ্ধে অবরোধ আরাপ করার পাশাপাশি তেল আবিবের কাছে জ্বালানি রপ্তানি বন্ধ করার কথা বলেন।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।