বিশ্ব সমাজের নীরবতাই শেফা হাসপাতালে ইসরাইলি হামলার কারণ: কানয়ানি
(last modified Mon, 13 Nov 2023 14:37:17 GMT )
নভেম্বর ১৩, ২০২৩ ২০:৩৭ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: আল-আহলি আরব হাসপাতালে যখন ইসরাইল হামলা চালালো তখন বিশ্ববাসী চুপ ছিল। তাদের ওই নীরবতার কারণেই বর্বর ইসরাইল শেফা হাসপাতাসেও হামলা চালাবার দু:সাহস দেখিয়েছে।

শেফা হাসপাতালে হামলার ছবি দেখিয়ে নাসের কানয়ানি আজ এ মন্তব্য করেন। বার্তা সংস্থা ইরান-প্রেস জানিয়েছে, জনাব কানয়ানি বলেন: ইহুদিবাদী ইসরাইলি সেনারা গাজার শেফা হাসপাতালকে পুরোপুরি ঘিরে রেখেছে এবং সেখানে গুলি চালাচ্ছে। অথচ সারা বিশ্বের হাসপাতালের আশেপাশে সতর্কতামূলক সাইনবোর্ড লাগানো হয়।

তিনি আরো বলেন: এই দখলদার শক্তির মোকাবেলায় দৃঢ়ভাবে দাঁড়ানো এখন সারা বিশ্বের দায়িত্ব। কিন্তু ইহুদিবাদী ইসরাইল যুক্তরাষ্ট্রের মদদে আন্তর্জাতিক ফোরামেও এমন অপরাধ করে যাচ্ছে যা ভাষায় বর্ণনা করা যায় না।

জনাব কানয়ানি বলেন: আমরা আশা করি জাতিসংঘ যুদ্ধ বন্ধের ব্যাপারে নিজেদের দায়িত্ব পালন করবে। বিশিষ্ট এই ইরানি কূটনীতিক বলেন: আমেরিকা যথারীতি ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে বিশ্ব জনমতকে ধোকা দিয়ে যাচ্ছে। তিনি বলেন: আমরা বহুবার বলেছি এ অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলো আমাদের অনুমতি নিয়ে অভিযান চালায় না। তারা তাদের নিজস্ব হিসেব-নিকেশ অনুযায়ীই কাজ করে থাকে।

তিনি জোর দিয়ে বলেন: ইরান বারবার যুদ্ধ ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এসেছে। এটাও বলা হয়েছে যে, ইহুদিবাদী ইসরাইলের প্রতি আমেরিকার সমর্থন এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির কারণ হতে পারে।#

পার্সটুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ