আল-মায়াদিনের পরিচালকের কাছে বিশ্ব কার্যক্রমের প্রধানের চিঠি
লেবাননের ২ সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় শোক জানালেন নওরোজি
দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় লেবাননের দুই সাংবাদিকের শাহাদাতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির বিশ্ব কার্যক্রমের প্রধান ও প্রেস টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আহমাদ নওরোজি। তিনি লেবাননের আল-মায়াদিন নিউজ চ্যানেলের পরিচালক গ্বাসান বিন জিদ্দুকে লেখা এক চিঠিতে এ সমবেদনা জানান।
অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের প্রতিবাদে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গত ৮ অক্টোবর দক্ষিণ লেবানন থেকে দখলদার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।
ইসরাইলের উত্তর ও লেবাননের দক্ষিণ সীমান্তে চলমান এ সংঘাতের খবর সরাসরি সম্প্রচারের জন্য কাজ করছিলেন আল-মায়াদিন নিউজ চ্যানেলের দুই সাংবাদিক ফারাহ উমার ও রবিউল মা'মারি। আল-মায়াদিন জানিয়েছে, দক্ষিণ লেবানন সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার দূরে লেবাননের তির হারফা শহরের কাছে ইসরাইলি যুদ্ধবিমান থেকে ওই চ্যানেলের সাংবাদিক দলের ওপর বোমাবর্ষণ করা হয়।
এতে আল-মায়াদিনের রিপোর্টার ফারাহ উমার ও ক্যামেরাপার্সন রবিউল মা'মারি শহীদ হন। এর আগেও দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলায় এক লেবাননি সাংবাদিক শহীদ হয়েছেন। এ নিয়ে গাজা ও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় ৬০ জনের বেশি সাংবাদিক শহীদ হলেন।
জিদ্দুকে লেখা শোকবার্তায় আহমাদ নওরোজি বলেন, দক্ষিণ লেবাননে দুই সাংবাদিকের শাহাদাতের ঘটনায় আমি আমার অন্তরের অন্তস্তল থেকে শোক, সমবেদনা, অভিনন্দন ও সংহতি প্রকাশ করছি। তিনি আরো বলেন, গাজা উপত্যকার ওপর ইসরাইলি আগ্রাসনের খবর সংগ্রহ করতে গিয়ে যে ৬০ সাংবাদিক শাহাদাতের মর্যাদা লাভ করেছেন আল-মায়াদিনের দুই সাংবাদিক তাদের দলে যোগ দিয়েছেন। নওরোজি বলেন, প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন প্রদানকারী টিভি চ্যানেলগুলো এ ধরনের সমস্যা ও দুর্ভোগ সত্ত্বেও নিজেদের দায়িত্ব পালন করে যাবে। #
পার্সটুডে/এমএমআই/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।