ইউরোপীয় ইউনিয়নকে ইরানের ব্যাপারে ভুল নীতি সংশোধনের পরামর্শ ইরানের
https://parstoday.ir/bn/news/iran-i131218-ইউরোপীয়_ইউনিয়নকে_ইরানের_ব্যাপারে_ভুল_নীতি_সংশোধনের_পরামর্শ_ইরানের
পরমাণু সমঝোতায় ইউরোপীয় তিন দেশ (ত্রোয়িকা) জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের পক্ষ থেকে গতকাল (বৃহস্পতিবার) আণবিক শক্তি সংস্থা আইএইএ'র নির্বাহী পরিষদের বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে একটি যৌথ বিবৃতি পাঠ করে শোনানো হয়। ওই বিবৃতিতে ইউরোপীয় ত্রোয়িকা ইরানের বিরুদ্ধে পরমাণু সমঝোতা মেনে না চলার অভিযোগ তুলেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৪, ২০২৩ ১৬:৫৬ Asia/Dhaka
  • ইউরোপীয় ইউনিয়নকে ইরানের ব্যাপারে ভুল নীতি সংশোধনের পরামর্শ ইরানের

পরমাণু সমঝোতায় ইউরোপীয় তিন দেশ (ত্রোয়িকা) জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের পক্ষ থেকে গতকাল (বৃহস্পতিবার) আণবিক শক্তি সংস্থা আইএইএ'র নির্বাহী পরিষদের বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে একটি যৌথ বিবৃতি পাঠ করে শোনানো হয়। ওই বিবৃতিতে ইউরোপীয় ত্রোয়িকা ইরানের বিরুদ্ধে পরমাণু সমঝোতা মেনে না চলার অভিযোগ তুলেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন: বাস্তবতা হলো ২০১৭  সালে পরমাণু সমঝোতা বা জেসিপিওএ থেকে আমেরিকা নিজেকে এককভাবে প্রত্যাহার করে নিয়েছিল। সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ওই চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে যে বাধ্যবাধকতা রয়েছে সে বিষয়টি ধামাচাপা দিয়ে বিবৃতিতে ইরানকে চুক্তিভঙ্গের জন্য অভিযুক্ত করা হয়েছে।

বিবৃতিতে ওই তিন দেশ ১৮ অক্টোবর ইরানের বিরুদ্ধে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র নিষেধাজ্ঞা বজায় রাখার ব্যাপারে তাদের সিদ্ধান্তের কথাও স্মরণ করেছে। তারা ২২৩১ নম্বর খসড়ার বিপরীতে দাবি করেছে ইরান পরমাণু সমঝোতা মেনে চললে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত সিদ্ধান্তে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে।

কানানি চাফি বলেন: গত ৪ দশক ধরে সন্ত্রাসী গোষ্ঠীকে তারা ইরানী জাতির বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ তৎপরতায় মদদ দিয়ে যাচ্ছে। তারা মানবতাবাদের মিথ্যা স্লোগান দিয়ে ইরানি জাতির বিরুদ্ধে খুনিদের মদদ দেওয়ার কালো ইতিহাস মুছে ফেলতে পারবে না।

বিশিষ্ট এই কূটনীতিক ইরানের সরকার ও জনগণের ব্যাপারে ইউরোপীয়দের আগেকার ভুল নীতি ও আচরণ সংশোধন করার পরামর্শ দেন। তিনি পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে গঠনমূলক সহযোগিতার নীতি গ্রহণ করার জন্য যৌথ বিবৃতিদাতাদের পরামর্শ দেন।

ইউরোপীয় পার্লামেন্টে ইরান সংক্রান্ত ভিত্তিহীন রেজুলেশনের নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের ব্যাপারে ইউরোপীয় কোনো কোনো কর্মকর্তার নেতিবাচক দৃষ্টিভঙ্গিই এ জন্য দায়ি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।