নভেম্বর ২৫, ২০২৩ ১৮:৫২ Asia/Dhaka
  •  ‘ইসরাইলের অপরাধী নেতাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার কমিশনের প্রধান কাজেম গরিবাবাদি বলেছেন, ফিলিস্তিনি জাতির ওপর বর্বরতা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলের অপরাধী নেতাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। ইরান বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে বলে তিনি জানান।

শুক্রবার রাতে আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাবাদী একথা বলেন।

তিনি বলেন, ইসরাইল সরকারের অপরাধী কর্মকর্তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এ বিষয়টিতে ইসলামী প্রজাতন্ত্র বিশেষ গুরুত্ব দিচ্ছে।

ইসরাইলি অপরাধী নেতাদের বিচারের বিষয়টি নিয়ে বিভিন্ন দেশের আইনজীবী ও জুরি বোর্ডের সদস্যদের সঙ্গে ইরানের আইনজীবী ও জুরিরা আলোচনা করছেন। ইরানের বিচার বিভাগও অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে মত বিনিময় করছে।

গাজায় এত ভয়াবহ নারকীয় তাণ্ডব চালানোর পরও যেসব মুসলিম দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং ইসরাইলি রাষ্ট্রদূত বহিষ্কার করতে অস্বীকার করেছে তাদের কঠোর সমালোচনা করেন ইরানের মানবাধিকার পরিষদের প্রধান। কাজেম গবিবাবাদি বলেন, ফিলিস্তিন ইস্যু মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সে কারণে আশা করা হচ্ছে- মুসলিম দেশগুলো তাদের আচরণের ব্যাপারে সতর্ক হবে এবং কথা অনুযায়ী কাজ করবে।#

পার্সটুডে/এসআইবি/২৫ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ