‘আফগানিস্তানের মতো ইরাক ও সিরিয়া থেকে মার্কিন সেনারা পালাতে বাধ্য হবে’
(last modified Wed, 29 Nov 2023 12:14:22 GMT )
নভেম্বর ২৯, ২০২৩ ১৮:১৪ Asia/Dhaka
  • ‘আফগানিস্তানের মতো ইরাক ও সিরিয়া থেকে মার্কিন সেনারা পালাতে বাধ্য হবে’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনারা যেভাবে দেশে ফিরতে বাধ্য হয়েছে সেভাবেই ইরাক ও সিরিয়া থেকে দখলদারিত্ব ছেড়ে চলে যেতে বাধ্য হবে। এটি তাদের জন্য স্বাভাবিক পরিণতি হবে।

রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে জেনারেল রহিম সাফাভি আরো বলেন, ইরাক ও সিরিয়ার জনগণ এবং সরকারের প্রতিরোধের মুখে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ পরাজিত হয়েছে। একইভাবে পরাজিত হয়েছে আমেরিকা ও ইসরাইলের ভাড়াটে সন্ত্রাসীরা। সেভাবে আফগান জনগণের প্রতিরোধের মুখে মার্কিন সেনারা লজ্জাজনক পরাজয় বরণ করেছিল। প্রতিরোধের কারণেই সিরিয়ার সরকারকে মার্কিনিরা ক্ষমতাচ্যুত করতে পারেনি।   

জেনারেল রহিম সাফাভি বলেন, ইরাক ও সিরিয়ার জনগণের প্রতিরোধের মুখে দেশ দুটি থেকে মার্কিন সেনা উপস্থিতি কমানো হয়েছে। চূড়ান্তভাবে সেখান থেকে মার্কিন সেনাদের পালাতে হবে।#

বর্তমানে ইরাকে ২৫০০ এবং সিরিয়ায় ৯০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এর বিরুদ্ধে দেশ দুটিতে প্রায় প্রতিদিনই নানাভাবে প্রতিবাদ এবং মাঝেমধ্যেই মার্কিন সেনা অবস্থানে হামলা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ