আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি
‘আরেকটা আল-আকসা তুফানে ইসরাইল মুছে যাবে’
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, গত ৭ অক্টোবর হামাসের আল-আকসা তুফান দেখিয়ে দিয়েছে যে, ইহুদিবাদী ইসরাইলের পতন চিন্তার চেয়ে অনেক কাছাকাছি এবং সহজ।
গতকাল (বৃহস্পতিবার) ইরানের কাজভিন শহরে স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজের এক অনুষ্ঠানে জেনারেল সালামি এসব কথা বলেন। তিনি বলেন, “গাজা থেকে তেল আবিবের দূরত্ব ৭০ কিলোমিটার, উত্তর ফিলিস্তিন এবং দক্ষিণ লেবানন থেকে তেল আবিবের দূরত্ব ১২০ কিলোমিটার এবং পশ্চিম তীর থেকে দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার। এই ভূয়া ইসরাইল সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে।”
আইআরজিসি প্রধান বলেন, “যদি আল-আকসা তুফানের মতো ফিলিস্তিনিরা আরেকটি অভিযান চালায় তাহলে ৪৮ ঘণ্টার মধ্যে ইহুদিবাদী রেজিম বিশ্বের রাজনৈতিক মানচিত্র থেকে মুছে যাবে।”
জেনারেল সালামি বলেন, খুব কম লোকই ভাবে যে, ইসরাইলের সেনা ও অবৈধ সরকার পতনের এতটা কাছাকাছি। কিন্তু অপারেশন আল-আকসা এই সত্যটি দেখিয়ে দিয়েছে যে, ইসরাইলি রেজিমের পতন তাদের কল্পনার চেয়ে অনেক, অনেক বেশি কাছাকাছি এবং সহজ।"
জেনারেল সালামি বলেন, ৭ অক্টোবরের অভিযানের পর এখন কোনো ইসরাইলি রাতে এই ভয়ে ঠিকমতো ঘুমাতে পারে না যে, কখন না জানি আবার অভিযান চালায় হামাস; এই ভয় তাদের নিত্য সঙ্গীতে পরিণত হয়েছে এবং তারা একটি বিষাদময় পরিস্থিতির মধ্যে বসবাস করছে। মার্কিন কর্মকর্তাদের চোখেমুখেও ইসরাইলের পতনের আতংক ফুটে উঠেছে কারণ ভুয়া ইসরাইলকে রক্ষার কোনো সম্ভাবনা তাদের সামনে নেই।
আইআরজিসির প্রধান বলেন, আজকে ইসরাইল পরাজয় থেকে বাঁচার জন্য খুবই বিপজ্জনক পথ বেছে নিয়েছে কিন্তু বিজয়ের মুখ তারা দেখতে পারবে না।#
পার্সটুডে/এসআইবি/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।