ইসরাইল জেনিনে হামলা অব্যাহত রাখলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে ইয়েমেন
https://parstoday.ir/bn/news/event-i146222-ইসরাইল_জেনিনে_হামলা_অব্যাহত_রাখলে_ফের_ক্ষেপণাস্ত্র_হামলা_শুরু_করবে_ইয়েমেন
পার্স-টুডে- দখলদার ইসরাইল পশ্চিম তীরের জেনিনে হামলা অব্যাহত রাখলে ইসরাইলি অবস্থানগুলোতে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে ইয়েমেন। ইসরাইলের একটি মিডিয়া ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের এই হুমকির খবর প্রকাশ করেছে।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২২, ২০২৫ ১৯:৪৭ Asia/Dhaka
  • ইসরাইল জেনিনে হামলা অব্যাহত রাখলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে ইয়েমেন
    ইসরাইল জেনিনে হামলা অব্যাহত রাখলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে ইয়েমেন

পার্স-টুডে- দখলদার ইসরাইল পশ্চিম তীরের জেনিনে হামলা অব্যাহত রাখলে ইসরাইলি অবস্থানগুলোতে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে ইয়েমেন। ইসরাইলের একটি মিডিয়া ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের এই হুমকির খবর প্রকাশ করেছে।  

ইসরাইলি 'হাদশুত বাজমান' বা 'সময়সীমা' নামের একটি ওয়েবসাইটের খবরে বলা হয়েছে,  ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি দিয়ে বলেছে, দখলদার ও হানাদার ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরে সেনা অভিযান অব্যাহত রাখলে ইসরাইল-বিরোধী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আবারও শুরু করবে ইয়েমেন। 

ইসরাইলি সেনারা গত মঙ্গলবার থেকে জেনিন শহরে হামলা শুরু করে। কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধকামীরা সেখানে প্রতিরোধ অব্যাহত রেখেছে। 
জেনিনে ইসরাইলি হামলায় ১০ ফিলিস্তিনি শহীদ ও ৪০ জন আহত হয়েছে। অন্যদিকে সংগ্রামী ফিলিস্তিনিদের প্রতিরোধে গত চার দিনে একজন ইসরাইলি সেনা নিহত ও ১১ জন আহত হয়েছে। 

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় আলআকসা তুফান নামক দখলদার বিরোধী সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীর ও বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেমের ফিলিস্তিনি সংগ্রামী যুবকরা গাজায় ইসরাইলি নৃশংসতার জবাব দেয়া শুরু করেন। এ সময় ইসরাইলি সেনাদের হামলায় শত শত ফিলিস্তিনি পশ্চিম তীরে শহীদ ও আহত হয়েছেন।  #

পার্সটুডে/এমএএইচ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।