আল-আকসা তুফান অভিযান ছিল ইসরাইল নামক কফিনে শেষ পেরেক: আবু ওবায়দা
https://parstoday.ir/bn/news/event-i146128-আল_আকসা_তুফান_অভিযান_ছিল_ইসরাইল_নামক_কফিনে_শেষ_পেরেক_আবু_ওবায়দা
গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিজয়ী হওয়ার পেছনে অবদান রাখার জন্য ইরান, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, আল-আকসা তুফান অভিযান ছিল ইসরাইল নামক কফিনে শেষ পেরেক।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২০, ২০২৫ ১০:১৮ Asia/Dhaka
  • আল-আকসা তুফান অভিযান ছিল ইসরাইল নামক কফিনে শেষ পেরেক: আবু ওবায়দা

গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিজয়ী হওয়ার পেছনে অবদান রাখার জন্য ইরান, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, আল-আকসা তুফান অভিযান ছিল ইসরাইল নামক কফিনে শেষ পেরেক।

রোববার ইসরাইলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পর হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের জনগণ যে মহান ত্যাগ ও রক্তদান করেছেন তা কখনও বৃথা যাবে না। তারা বিগত ৪৭১ দিন স্বাধীনতা ও পবিত্র ভূমি রক্ষা করার জন্য অভূতপূর্ব ত্যাগ স্বীকার করেছে।  আল-আকসা তুফান গাজার সীমান্ত থেকে শুরু হলেও এটি পুরো অঞ্চলের চেহারা বদলে দিয়েছে এবং লড়াইয়ের নতুন সমীকরণ সৃষ্টি করেছে।

তিনি বলেন, এই যুদ্ধ নতুন নতুন যুদ্ধক্ষেত্র খুলে দিয়েছে এবং দখলদার শক্তিকে আন্তর্জাতিক মিত্রদের কাছে সাহায্যের জন্য ছুটে যেতে বাধ্য করেছে। আল-আকসা তুফান অভিযান বিশ্বকে জানিয়ে দিয়েছে যে, ইসরাইলি দখলদারিত্ব একটি বড় মিথ্যা এবং এর প্রভাব পুরো অঞ্চলে পড়বে।

হামাসের এই সামরিক মুখপাত্র আরো বলেন, আমরা গাজার প্রতিটি জায়গায় প্রতিরোধের অন্যান্য গোষ্ঠীগুলোর সাথে এক হয়ে শত্রুকে প্রাণঘাতী আঘাত করেছি। আমাদের যোদ্ধারা অসম সাহসিকতা ও বীরত্বের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে, এমনকি অসম্ভব পরিস্থিতিতেও অবিচল চিত্তে লড়ে গেছে।

আবু ওবায়দা বলেন, আমরা একটি অসম যুদ্ধের মুখোমুখি হয়েছি, যেখানে যুদ্ধের সক্ষমতা ও নৈতিকতার দিক থেকে শত্রুর সাথে আমাদের তুলনা করা যায় না। যখন আমরা শত্রু বাহিনীর ওপর আঘাত হেনেছি, তখন তারা আমাদের জনগণের বিরুদ্ধে নির্মমতা ও বর্বরতার নতুন রূপ দেখিয়েছে।

তিনি গাজা যুদ্ধে শহীদ হামাস নেতাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আবু ওবায়দা বলেন, এই যুদ্ধের মহত্ত্ব প্রমাণিত হয়েছে আমাদের নেতাদের শহিদি কাফেলায় যোগ দেয়ার মধ্য দিয়ে, যাদের মধ্যে রয়েছেন ইসমাইল হানিয়া, সালেহ আল-আরুরি ও ইয়াহিয়া সিনওয়ার।#

 পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।