‘বিশ্ব নেতাদের নীরবতা শিশু-হত্যাকারী ইসরাইলকে বেপরোয়া করে তুলেছে’
(last modified Sun, 03 Dec 2023 03:25:09 GMT )
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৯:২৫ Asia/Dhaka
  • জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে এক ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
    জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে এক ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের ব্যাপারে বিশ্ব নেতাদের নীরবতার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি গাজায় ভয়াবহ বোমাবর্ষণ বন্ধ করতে ইসরাইলকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি গতকাল (শনিবার) জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে এক ফোনালাপে এ আহ্বান জানান। এ সময় দুই সরকার প্রধান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি গাজা উপত্যয় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসন নিয়ে আলোচনা ও মতবিনিময়ে করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্ব নেতাদের নীরবতা ও নিষ্ক্রিয়তা শিশু-হত্যাকারী ইসরাইলি নেতাদের বেপরোয়া করে তুলেছে। তিনি বলেন, গাজার চারটি জরুরি প্রয়োজন মেটানোর জন্য এখন জাপানের মতো দেশগুলোর এগিয়ে আসা উচিত। ওই চারটি প্রয়োজন হচ্ছে, গাজায় ইসরাইলি বোমাবর্ষণ বন্ধ করা, গাজাবাসীর জন্য মানবিক ত্রাণ সরবরাহ করা, ওই উপত্যকার ওপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়া এবং ফিলিস্তিনি জনগণের অকাট্য অধিকার প্রতিষ্ঠা করা।

ইসরাইলি অপরাধযজ্ঞের প্রতি সর্বাত্মক মার্কিন সমর্থনের নিন্দা জানিয়ে রায়িসি বলেন, ইসরাইল সরকারের যুদ্ধ মেশিনের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে আমেরিকা। মার্কিন সরকারের পৃষ্ঠপোষকতা থাকার কারণে গাজা যুদ্ধে ইসরাইল ৪০০টি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পেরেছে। ইহুদিবাদী সেনারা এ পর্যন্ত গাজায় হিরোশিয়ায় নিক্ষিপ্ত সাতটি পরমাণু বোমার সমান ওজনের বোমাবর্ষণ করেছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, মার্কিন সরকার বিশ্বের অন্যান্য দেশকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছে যাতে ইসরাইল কোনো প্রতিবন্ধকতা ছাড়াই গাজা উপত্যকায় তার পাশবিকতা চালাতে পারে।

এ সময় জাপানের প্রধানমন্ত্রী গাজা পরিস্থিতির ব্যাপারে ইরানের ভূমিকার প্রশংসা করেন। তিনি গাজা উপত্যকার চলমান মানবিক সংকটের ব্যাপার গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং গাজার নিরপরাধ মানুষের ওপর নির্বিচার হামলা বন্ধ করার আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ