কুয়েতের আমিরের মৃত্যুতে শোক জানালেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী
(last modified Sun, 17 Dec 2023 08:31:41 GMT )
ডিসেম্বর ১৭, ২০২৩ ১৪:৩১ Asia/Dhaka
  • সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আস-সাবাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও পররাষ্টমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

প্রেসিডেন্ট রায়িসি গতকাল (শনিবার) কুয়েতের নয়া আমির শেখ মিশাল আল-আহমাদ আল-জাবের আস-সাবাহর কাছে পাঠানো এক বার্তায় দেশটির আমিরের মৃত্যুতে কুয়েতের সরকার ও জনগণকে শোক ও সমবেদনা জানান।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানও তার কুয়েতি সমকক্ষের কাছে পাঠানো এক বার্তায় দেশটির সরকার ও জনগণকে সমবেদনা জানান। তিনি কুয়েতের সম্মান ও মর্যাদা কামনা করেন। 

কুয়েতের আমির নাওয়াফ আহমাদ জাবির আস-সাবাহ

কুয়েতের আমির নাওয়াফ আহমাদ জাবির আস-সাবাহ গতকাল (শনিবার) ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেন।

নাওয়াফ আহমাদ জাবির আস-সাবাহ ১৯৩৭ সালের ২৫ জুন জন্মগ্রহণ করেন। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সাবাহ আলে আহমাদ আল-জাবির আস-সাবাহ'র মৃত্যু হলে তিনি কাতারের আমির নির্বাচিত হন। নাওয়াফ আহমাদ জাবির কুয়েতের ১৬তম আমির এবং স্বাধীনতা পরবর্তীকালের ষষ্ঠ আমির ছিলেন। কুয়েতের আমিরি আদালত এক বিবৃতিতে জানিয়েছে, তাঁর মৃত্যুর কারণ অসুস্থতা।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৭

 

 

 

ট্যাগ