ফিলিস্তিন সংকট:
গাজা পরিস্থিতি নিয়ে কাতারের সঙ্গে ইরানের আলোচনা
ডিসেম্বর ২০, ২০২৩ ১৮:২৪ Asia/Dhaka
ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী এবং সমপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। দোহায় অনুষ্ঠিত ওই বৈঠকে দু'দেশের নেতৃবৃন্দের আলোচনার বিষয় ছিল গাজা পরিস্থিতি।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে হোসেইন আমির আব্দুল্লাহিয়ান কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আব্দুর রাহমান আলে সানির মধ্যে অনুষ্ঠিত ওই বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়েও মত বিনিময় করেন।
গাজা যুদ্ধ শুরু হবার পর থেকে এ পর্যন্ত আব্দুল্লাহিয়ান ৪বার কাতার সফর করলেন।
গাজায় ইসরাইলি নির্বিচার হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১৯ হাজার ৬৬৭ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও ৫২ হাজার ৫৮৬ জন।#
পার্সটুডে/এনএম/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ