জানুয়ারি ০২, ২০২৪ ১০:৪৯ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে ইয়েমেনে কঠোর অবস্থানের প্রশংসা

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন-আমির আব্দুল্লাহিয়ান। তিনি গতকাল (সোমবার) তেহরান সফররত হুথি মুখপাত্র আব্দুস সালামের সঙ্গে এক বৈঠকে এ প্রশংসা করেন।

গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরাইল। ওই আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ২২ হাজার ফিলিস্তিনি নিহত ও ৫৭ হাজার মানুষ আহত হয়েছেন।

গাজায় ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা চালিয়ে আসছে। এছাড়া, হুথি যোদ্ধারা ঘোষণা করেছে- ইসরাইল অভিমুখী যে-কোনো দেশের জাহাজ আটক করবে ইয়েমেনের সামরিক বাহিনী।

ইয়েমেনের এসব পদক্ষেপের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে ইরান। তেহরান হুথি আনসারুল্লাহ আন্দোলনকে অস্ত্রসস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে বলে পশ্চিমা দেশগুলো অভিযোগ করলেও ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে। 

আব্দুস সালামের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি আরবের সঙ্গে দেশটির আলোচনা প্রক্রিয়ার প্রতিও সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা এবং দেশটির জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতি তেহরান সমর্থন দিয়ে যাবে।

সাক্ষাতে হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন দেয়ায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান এই আন্দোলনের মুখপাত্র আব্দুস সালাম। তিনি ইয়েমেনের চলমান শান্তি প্রক্রিয়ার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

২০১৫ সাল থেকে ইয়েমেনের বিরুদ্ধে আট বছরের সৌদি আগ্রাসন গত বছর বন্ধ হয়।  এরপর হুথি আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেয় রিয়াদ। গত সেপ্টেম্বরে আনসারুল্লাহ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকের পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আলোচনা ফলপ্রসূ হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ