ইরানের কেরমান শহরে সন্ত্রাসী হামলার নিন্দায় পুতিন ও এরদোগান
(last modified Thu, 04 Jan 2024 03:50:49 GMT )
জানুয়ারি ০৪, ২০২৪ ০৯:৫০ Asia/Dhaka
  • হামলায় ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি
    হামলায় ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের পাশাপাশি প্রতিরোধ সংগঠনগুলোর নেতৃবৃন্দ ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কেরমান শহরে গতকালের ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলায়মানির কবরে সমবেত হাজার হাজার মানুষের ভিড়ে বুধবার শক্তিশালী জোড়া বোমার আঘাতে অন্তত ১০৩ জন নিহত ও ১৮৮ জন আহত হয়। জেনারেল সোলায়মানির শাহাতাদের চতুর্থ বার্ষিকী উপলক্ষে গতকাল তার কবরে এসব মানুষ সমবেত হয়েছিলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদন জানিয়েছেন। পুতিন বলেন, মস্কো সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায় এবং কেরমানের ঘটনার নিষ্ঠুরতা নিন্দনীয়।

ইরানের কেরমানে শক্তিশালী হামলার ঘটনায় শোক প্রকাশ ও নিন্দা জানিছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন ইরানের কেরমান শহরের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে এর নিন্দা জানিয়েছে।   

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের পলিটিক্যাল ব্যুরো কেরমানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এটি এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তৎপর প্রতিরোধ আন্দোলগুলো সক্রিয় হয়ে উঠেছে। আর ইসরাইল বিরোধী প্রতিরোধ যোদ্ধাদের প্রতি ইরানের সমর্থন রয়েছে বলে শত্রুরা ক্ষুব্ধ হয়ে কেরমানের ওই হামলা চালিয়েছে।  হুথিদের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সামরিক শক্তি সম্পর্কে বহির্বিশ্বে যে ধারনা রয়ছে ইরান তার চেয়ে বেশি শক্তিশালী। কাজেই ইরানের অভ্যন্তরে নিরাপত্তাহীনতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।# 

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।