‘গাজার প্রতিরোধ যোদ্ধারা আমেরিকা-ইসরাইলের দোসরদের পঙ্গু করে দিয়েছে’
https://parstoday.ir/bn/news/iran-i133144
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গাজার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বলদর্পী আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলকে হতাশ করে দিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ০৯, ২০২৪ ১৬:৫৮ Asia/Dhaka
  • ‘গাজার প্রতিরোধ যোদ্ধারা আমেরিকা-ইসরাইলের দোসরদের পঙ্গু করে দিয়েছে’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গাজার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বলদর্পী আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলকে হতাশ করে দিয়েছে।

আজ (মঙ্গলবার) ইরানের রাজধানী তেহরানে হাজার হাজার মানুষের এক সমাবেশে দেয়া বক্তৃতায় সর্বোচ্চ নেতা একথা বলেন। ১৯৭৮ সালে পাহলভী স্বৈরশাসকের বিরুদ্ধে পবিত্র কোম শহরে জনপ্রিয় গণঅভ্যুত্থানের বার্ষিকীতে এই সমাবেশের আয়োজন করা হয়।

গাজার চলমান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, “ছোট্ট একটু ভূখণ্ডে অবরুদ্ধ কিছু মানুষ আমেরিকা এবং তার দালাল ইহুদিবাদী ইসরাইলকে হতাশ করে দিয়েছে। তারা ইহুদিবাদের দালালদের পঙ্গু করে দিয়েছে।”

কোমের গণঅভ্যুত্থান প্রসঙ্গে সর্বোচ্চ নেতা বলেন, “১৯৭৮ সালের এই দিনে কোমের জনগণ রাস্তায় নেমে এসেছিলেন; তাদের মধ্যে অনেকে শহীদ হয়েছেন, অনেকে মারধর ও নির্যাতনের শিকার কিংবা কারাবন্দী হয়েছেন। কিন্তু সেই আন্দোলনই পরনির্ভরশীল স্বৈরশাসকের উৎখাতের আন্দোলনে পরিণত হয়েছিল।”

কেরমান প্রদেশে শহীদ জেনারেল কাসেম সুলাইমানির মাজারের কাছে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর এই বর্বরতার কঠোর জবাব দেয়া হবে। 

আয়াতুল্লাহ খামেনেয়ী আরো বলেন, "দুঃখজনক এবং বিপর্যয়কর" এই ট্র্যাজেডি ইরানি জনগণকে ব্যথিত করেছে তবে ইসলামী প্রজাতন্ত্র "ঘটনার আসল এবং নেপথ্যের অপরাধীদের খুঁজে বের করা ও দমন করার" ওপর জোর দিয়েছে। অপরাধীদেরকে খুঁজে বের করে উপযুক্ত বিচার করার ওপর জোর দেন তিনি।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।