সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলার মাধ্যমে ইসরাইলকে বার্তা দেওয়া হয়েছে: ইরানের খতিব
(last modified Fri, 19 Jan 2024 12:04:43 GMT )
জানুয়ারি ১৯, ২০২৪ ১৮:০৪ Asia/Dhaka
  • কাজেম সিদ্দিকি
    কাজেম সিদ্দিকি

ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, এই অঞ্চলের বিভিন্ন দেশে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত কয়েক দিনে সিরিয়া, ইরাক ও পাকিস্তানে সন্ত্রাসীদের কয়েকটি ঘাঁটিতে হামলা চালিয়েছে।

তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি আরও বলেন- সন্ত্রাসীদের ঘাঁটিগুলোতে হামলার মাধ্যমে দখলদার ইসরাইলকে এই বার্তা দেওয়া হয়েছে যে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সহজেই ইসরাইলে হামলা চালাতে সক্ষম। এ অবস্থায় ইসরাইলের উচিৎ সন্ত্রাসী তৎপরতা বন্ধ করা। ইরানি জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইআরজিসি'র ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এই আলেম।

হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি ফিলিস্তিন প্রসঙ্গে বলেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু। দখলদার ইসরাইল ১০০ দিনেরও বেশি সময় ধরে গাজায় নির্মমভাবে হামলা চালাচ্ছে। বাঙ্কার বিধ্বংসী বোমা দিয়ে ফিলিস্তিনিদের ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে, নিষ্পাপ শিশুদের নির্বিচারে হত্যা করছে। হাসপাতাল, ক্লিনিক, ডাক্তার-নার্স ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে সব আন্তর্জাতিক আইনকেই তারা লঙ্ঘন করছে।

তিনি বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল পরাজিত হয়েছে। এরিমধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে যেসব ক্ষতির শিকার হয়েছে তা চূড়ান্তভাবে ইসরাইলের ধ্বংস ডেকে আনবে।#   

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ