জানুয়ারি ২৮, ২০২৪ ০৯:২৭ Asia/Dhaka
  • অবশেষে আমেরিকা থেকে ৪০টি এফ-১৬ জঙ্গিবিমান পাচ্ছে তুরস্ক

শেষ পর্যন্ত আমেরিকার কাছ থেকে ৪০টি এফ-১৬ জঙ্গিবিমান কিনতে সক্ষম হচ্ছে তুরস্ক। এ বিষয়ে মার্কিন কংগ্রেস এরইমধ্যে অনুমোদন দিয়েছে।

তুরস্কের আপত্তির মুখে ন্যাটো জোটে সুইডেনের অন্তর্ভুক্তি দীর্ঘদিন ঝুলে ছিল। তুরস্কের জাতীয় সংসদে বিষয়টির মীমাংসা করার পর পরই মার্কিন সরকারের কাছে এফ-১৬ জঙ্গিবিমান বিক্রির চূড়ান্ত অনুমোদন দেয়। এর পাশাপাশি তুরস্ক তার বহরে থাকা ৭৯টি এফ-১৬ জঙ্গিবিমানকে আধুনিকায়ন করার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামাদি পাবে।

তুরস্কের বিমানবাহিনীর বহরে যেসব এফ-১৬ বিমান রয়েছে সেগুলো আধুনিকায়ন করার জন্য ২০২১ সালের অক্টোবর মাসে তুর্কি সরকার আমেরিকার কাছে প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের অনুরোধ জানায়। কিন্তু ন্যাটো জোটে সুইডেনের সদস্যপদ অন্তর্ভুক্তির প্রশ্নে তুরস্ক বাধা দিলে আমেরিকা আংকারাকে এফ-১৬ জঙ্গিবিমান আধুনিকায়নের পথ আটকে দেয়। আমেরিকা থেকে ৪০টি এফ-১৬ জঙ্গিবিমান কিনতে এবং পুরনো বিমানগুলো আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি আনতে তুরস্ককে ২৩০০ কোটি ডলার খরচ করতে হবে।

তুরস্করকে আমেরিকা এফ-১৬ জঙ্গিবিমান দিচ্ছে তবে এর পাশাপাশি তুরস্কের শত্রু দেশ গ্রিসকে ৪০টি এফ-৩৫ লাইটিনিং টু জয়েন্ট স্ট্রাইক জঙ্গিবিমান দিচ্ছে। তুরস্কের সাথে বিভিন্ন ইস্যুতে গ্রিসের ব্যাপক টানাপড়েন রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ