সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতা
কাতারি পর্যটকদের জন্য ইরানে এন্ট্রি ভিসা লাগবে না: রাষ্ট্রদূত
ইসলামী প্রজাতন্ত্র ইরান সফরে আসা কাতারের পর্যটকদের জন্য এখন থেকে আর এন্ট্রি ভিসা লাগবে না। গতকাল (রোববার) থেকে তেহরান এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে।
কাতারে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী সালেহাবাদী গতকাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরানের পক্ষ থেকে একতরফাভাবে কাতারি নাগরিকদের জন্য এন্ট্রি ভিসা বাতিলের এই সিদ্ধান্ত দুদেশের সম্পর্ক বিশেষ করে পর্যটন খাতের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই কূটনীতিক বলেন, ইরান ও কাতারের মধ্যে অনেক মিল এবং অর্থনৈতিক বন্ধন রয়েছে। তেহরানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়ার কারণে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো বাড়বে এবং দু দেশের জাতীয় স্বার্থ সুরক্ষিত হবে।
গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির দোহা সফরের সময় ইরান এবং কাতার ১৪টি বড় অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই করেছে যার মধ্যে দুই দেশের মধ্যে ভ্রমণকারীদের জন্য ভিসার প্রয়োজনীয়তা বাতিল করার চুক্তি রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।