সামরিক সম্পর্ক জোরদার করতে হবে: তেহরান-রিয়াদের অভিমত
https://parstoday.ir/bn/news/iran-i134186-সামরিক_সম্পর্ক_জোরদার_করতে_হবে_তেহরান_রিয়াদের_অভিমত
ইরান এবং সৌদি আরবের নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দু দেশের সামরিক কর্মকর্তারা গুরুত্বারোপ করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২৪ ১৪:১৯ Asia/Dhaka
  • সামরিক সম্পর্ক জোরদার করতে হবে: তেহরান-রিয়াদের অভিমত

ইরান এবং সৌদি আরবের নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দু দেশের সামরিক কর্মকর্তারা গুরুত্বারোপ করেছেন।

গতকাল (সোমবার) সৌদি আরবের রাজধানী রিয়াদে বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী ২০২৪ এর অবকাশে ইরান ও সৌদি সামরিক কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে যোগ দেন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের ডেপুটি হেড অব অপারেশন্স ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহমার্দ এবং সৌদি চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াজ বিন হামেদ আল-রুওয়াইলি।

বৈঠকে ইরানের সেরা কর্মকর্তা নিজের দেশের প্রতিরক্ষা এবং সামরিক সক্ষমতার কথা তুলে ধরে বলেন, সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে তেহরান সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি জেনারেল রুওয়াইলিকে তেহরান সফরের আমন্ত্রণ জানান।

ইরানের প্রতিরক্ষামন্ত্রীর পক্ষ থেকে সৌদি প্রতিরক্ষামন্ত্রীকে পাঠানো একটি বার্তা এ সময় তিনি পৌঁছে দেন।

প্রদর্শনীতে অংশ নেয়ার জন্য ইরানি প্রতিনিধিদলকে বিশেষভাবে ধন্যবাদ জানান জেনারেল রুওয়াইলি। একই সঙ্গে তিনি তেহরান ও রিয়াদের মধ্যকার সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

গতকালের এই বৈঠকের একটি ছবি প্রকাশ করেছেন সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতি। সামাজিক মাধ্যম এক্সপেইজে তিনি ছবিটি প্রকাশ করেন।

গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরব সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে একটি চুক্তি সই করে। ২০১৬ সালে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যদিয়ে দুই দেশের সম্পর্ক বিচ্ছিন্ন হয়।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।