‘স্বল্পতম সময়ের মধ্যে মেরামত করা হয়েছে’
পাইপলাইনে ইসরাইলি পরিকল্পনায় হামলা হয়েছিল: ইরানের তেলমন্ত্রী
ইরানের গ্যাস পাইপলাইনগুলোতে গত সপ্তাহের দু’টি নাশকতামূলক হামলার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেছেন ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি। তিনি বলেছেন, ইরান সরকার ‘শয়তানি’ পরিকল্পনা নস্যাত করে দিয়ে স্বল্পতম সময়ের মধ্যে পাইপলাইনগুলো মেরামত করতে সক্ষম হয়েছে।
তিনি গতকাল (বুধবার) রাজধানী তেহরানে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরো বলেন, ইসরাইল ইরানি জনগণের দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। মন্ত্রী বলেন, “দেশের গ্যাস পাইপলাইনগুলোতে বিস্ফোরণ ছিল একটি ইসরাইলি ষড়যন্ত্র। একটি অভিনব কাজ করে সে ষড়যন্ত্র নস্যাত করা হয়েছে।”
ইরানের তেলমন্ত্রী বলেন, “দেশের কোথাও গ্যাস সরবরাহে কোনো ধরনের বিভ্রাট ঘটেনি।” তিনি জানান, টেকনিশিয়ানরা অতি দ্রুত পাহাড়ি এলাকায় পাইপলাইন মেরামতের কাজ শুরু করেন এবং স্বল্পতম সময়ের মধ্যে তাদের কাজ শেষ করেন।
ইরানের দক্ষিণাঞ্চলীয় ‘ফার্স’ প্রদেশের ‘সাফাশাহর’ শহর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ‘চহরমাহাল ও বাখতিয়ারি’ প্রদেশের ‘বোরুজেন’ শহরের দু’টি পাইপলাইনে গত ১৪ ফেব্রুয়ারি একই সময়ে বড় ধরনের দু’টি বিস্ফোরণ ঘটে। এর ফলে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় উত্তর ‘খোরাসান’ প্রদেশ, পশ্চিমাঞ্চলীয় ‘লোরোস্তান’ প্রদেশ এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় ‘জানজান’ প্রদেশের গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে।
এ ঘটনা সম্পর্কে দু’জন পশ্চিমা কর্মকর্তা ও একজন সামরিক কৌশলবিদের বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস গত ১৬ ফেব্রুয়ারি জানিয়েছিল, ইরানের গ্যাস পাইপলাইনগুলোতে ইসরাইল হামলা চালিয়েছে। #
পার্সটুডে/এমএমআই/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।