পাকিস্তান ও ইরানের মধ্যকার নিরাপত্তা চুক্তিগুলো বাস্তবায়ন করা দরকার
https://parstoday.ir/bn/news/iran-i134844-পাকিস্তান_ও_ইরানের_মধ্যকার_নিরাপত্তা_চুক্তিগুলো_বাস্তবায়ন_করা_দরকার
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সম্প্রতি পাকিস্তান এবং তার দেশের মধ্যে যেসব নিরাপত্তা চুক্তি সই হয়েছে তা বাস্তবায়ন করা জরুরি। দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং সন্ত্রাস-বিরোধী অভিযান পরিচালনার জন্য এই চুক্তি সই হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ০৯:৫১ Asia/Dhaka
  • পাকিস্তান ও ইরানের মধ্যকার নিরাপত্তা চুক্তিগুলো বাস্তবায়ন করা দরকার

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সম্প্রতি পাকিস্তান এবং তার দেশের মধ্যে যেসব নিরাপত্তা চুক্তি সই হয়েছে তা বাস্তবায়ন করা জরুরি। দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং সন্ত্রাস-বিরোধী অভিযান পরিচালনার জন্য এই চুক্তি সই হয়।

গতকাল (শুক্রবার) পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির সঙ্গে টেলিফোন আলাপে তিনি চুক্তি বাস্তবায়নের বিষয়ে কথা বলেন। এ সময় দু দেশের মধ্যকার সম্পর্ক এবং আঞ্চলিক ঘটনাবলী নিয়েও তারা আলোচনা করেন।

জানুয়ারি মাসের শেষ দিকে ইসলামাবাদ সফর করেন আমির আবদুল্লাহিয়ান এবং সে সময় দুই দেশ সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের বিষয়ে রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর ব্যাপারে চুক্তি করে।

গতকালের ফোনালাপে সদ্য সমাপ্ত নির্বাচনের প্রশংসা করেন আমির আব্দুল্লাহিয়ান এবং শিগগিরি পাকিস্তানে নতুন সরকার ও মন্ত্রিসভা গঠন হবে বলে আশা করেন।

টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের পররাষ্ট্রনীতিতে ইরানের গুরুত্বপূর্ণ অবস্থানের কথা উল্লেখ করেন। তিনি আশা করেন, ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইসলামাবাদ সফর করবেন। এছাড়া, গাজায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা ও যুদ্ধাপরাধ বন্ধের লক্ষ্যে ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের যে জরুরি বৈঠক ডাকার প্রস্তাব দিয়েছে ইরান তাকেও স্বাগত জানান পাক পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৪