বিশ্ব অর্থনীতিতে ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতার গুরুত্ব
(last modified Wed, 28 Feb 2024 09:42:02 GMT )
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১৫:৪২ Asia/Dhaka

ইরান ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে তেহরান-মস্কোর উদ্যোগ জোরদার করা গুুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি।

রাষ্ট্রদূত কাজেম জালালি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার জন্য ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৭তম স্থায়ী কমিশনের বিশেষ কমিটির বৈঠকের একই সময়ে গত বছর রাশিয়ায় ইরানের রপ্তানি বৃদ্ধির ঘোষণা করেছিলেন।

জালালি বলেছেন, মুদ্রা এবং ব্যাংকিং ক্ষেত্রে তেহরান-মস্কোর প্রচেষ্টার লক্ষ্য হল জাতীয় মুদ্রার উপর ভিত্তি করে বিনিময়ের পরিমাণ বাড়ানো এবং এ বিষয়ে দুই দেশ দৃঢ় পদক্ষেপ গ্রহণের ব্যাাপারে একমত পোষণ করেছে। 

রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত বলেছেন যে দুই দেশের মধ্যে আর্থিক ও ব্যাংকিং সহযোগিতা প্রসারিত হচ্ছে এবং চুক্তি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে তেহরান-মস্কোর মধ্যে অনেক আর্থিক ও ব্যাংকিং বাধা দূর হবে।সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের স্বাধীনচেতা দেশগুলো অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। অর্থনৈতিক সক্ষমতা ব্যবহার, যৌথ উদ্যোগ এবং আন্তঃব্যাংক বিনিময় বৃদ্ধি সাম্প্রতিক বছরগুলিতে ইরান ও রাশিয়ার ব্যাপক কর্মকাণ্ডের অংশ যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয়দের একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলার লক্ষ্যে পরিচালিত হয়েছে।

বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এর মতো অর্থনৈতিক সংস্থাগুলিতে নিজেদের প্রভাবের অপব্যবহার করে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো স্বাধীন দেশগুলির অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করতে  বিভিন্ন বিধিনেষেধ আরোপ করার চেষ্টা করে।

ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, চীন এবং ভারত  যেগুলো উদীয়মান বর্ধনশীল অর্থনীতি হিসাবে পরিচিত তাদের নিয়ে ব্রিকস গ্রুপ গঠনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমাদের একতরফাবাদের  প্রতি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। এখন অভ্যন্তরীণ সহযোগিতার মাধ্যমে ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলো নিজেদের অগ্রগতি ও উন্নয়ন অব্যাহত রাখতে পারবে এবং এ ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভরশীল হওয়ার কোনো প্রয়োজন নেই। এদিকে ইসলামি প্রজাতন্ত্র ইরানও ব্রিকসের সদস্য হওয়ার জন্য তাদের পদক্ষেপ শুরু করেছে।

ইরান এবং রাশিয়া, দুটি স্বাধীন দেশ হিসাবে অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্যিক ও মুদ্রা বিনিময় বৃদ্ধি করে  তারা মার্কিন হস্তক্ষেপ এবং নিষেধাজ্ঞার প্রভাব প্রতিহত করার চেষ্টা করছে।#

পার্সটুডে/এমবিএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ