মার্চ ০৫, ২০২৪ ০৯:১২ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান ভয়াবহ গণহত্যা বন্ধ করার ক্ষেত্রে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেছে ইরান। ৫৭ সদস্যবিশিষ্ট এই সংস্থার জরুরি বৈঠককে সামনে রেখে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকাল (সোমবার) এ মন্তব্য করেন।

আজ (মঙ্গলবার) আরো পরে সৌদি আরবের জেদ্দা শহরে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে। গত বছর ৭ অক্টোবর গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর এই নিয়ে জেদ্দায় এ ধরনের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইরানের মুখপাত্র তার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমেরিকার সীমাহীন সমর্থন নিয়ে ইসরাইল যখন গাজায় ভয়াবহ যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে তখন ওআইসিকে এ পরীক্ষা দিতে হবে যে, ফিলিস্তিনিদের সমর্থনে কতখানি ব্যবস্থা নেয়ার সামর্থ্য তার রয়েছে।

কানয়ানি বলেন, গাজাবাসী ফিলিস্তিনিদের রক্ষা করতে বিশেষ করে জরুরি ভিত্তিতে যুদ্ধ বন্ধ করতে মুসলিম নেতাদেরকে একটি ‘কঠিন ও সর্বসম্মত সিদ্ধান্ত’ নিতে হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা অভিযানে ৩০,৫৩৪ ফিলিস্তিনি নিহত ও ৭১,৯২০ জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু।

প্রেস ব্রিফিংয়ে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির মন্ত্রী-পর্যায়ের বৈঠক থেকে ইরানবিরোধী যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সে ব্যাপারেও প্রতিক্রিয়া জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রকাশিত বিবৃতিতে পারস্য উপসাগরে অবস্থিত তিনটি ইরানি দ্বীপের ওপর সংযুক্ত আরব আমিরাতের মালিকানার যে দাবি করা হয়েছে তার কোনো ভিত্তি নেই।  ঐতিহাসিকভাবে ওই তিন দ্বীপ ইরানি ভূখণ্ডের অন্তর্গত জানিয়ে কানয়ানি বলেন, এ ব্যাপারে কথা বলার মতো অবস্থানেও জিসিসি নেই।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ