ভূমধ্যসাগর পর্যন্ত ইরানের কৌশলগত প্রতিরক্ষা-গভীরতা প্রসারিত করা উচিত
https://parstoday.ir/bn/news/iran-i135298-ভূমধ্যসাগর_পর্যন্ত_ইরানের_কৌশলগত_প্রতিরক্ষা_গভীরতা_প্রসারিত_করা_উচিত
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহীম সাফাভি বলেছেন, দেশের কৌশলগত প্রতিরক্ষা-গভীরতা ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত করা উচিত। গতকাল (বুধবার) রাজধানী তেহরানের ইমাম হোসেইন বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক প্রধান কমান্ডার এ পরামর্শ দেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৭, ২০২৪ ০৯:২৭ Asia/Dhaka
  • ভূমধ্যসাগর পর্যন্ত ইরানের কৌশলগত প্রতিরক্ষা-গভীরতা প্রসারিত করা উচিত

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহীম সাফাভি বলেছেন, দেশের কৌশলগত প্রতিরক্ষা-গভীরতা ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত করা উচিত। গতকাল (বুধবার) রাজধানী তেহরানের ইমাম হোসেইন বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক প্রধান কমান্ডার এ পরামর্শ দেন।

তিনি বলেন, “আমাদের কৌশলগত প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার গভীরতা প্রসারিত করতে হবে, এর কোনো বিকল্প নেই। এই কৌশলগত প্রতিরক্ষার গভীরতা ভূমধ্যসাগর পর্যন্ত বাড়ানো উচিত যার দৈর্ঘ্য হবে ইরানের ভূখণ্ড থেকে পাঁচ হাজার কিলোমিটার।”

জেনারেল রহীম সাফাভি লোহিত সাগর এবং ভূমধ্যসাগরকে কৌশলগত স্থান বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আইআরজিসির নৌ ও বিমান শাখার উচিত এদিকে নজর দেয়া, কারণ ভবিষ্যতের যুদ্ধ প্রধানত সমুদ্র এবং আকাশ পথেই পরিচালিত হবে।”

সাম্প্রতিক বছরগুলোতে ইরানের নিয়মিত নৌবাহিনী এবং আইআরজিসির নৌ শাখা গভীর সাগরে তাদের মিশন পরিচালনার সক্ষমতা বাড়ানোর জন্য বেশ কয়েকটি দীর্ঘ সামুদ্রিক অভিযান পরিচালনা করেছে। তারা পারস্য উপসাগর, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগর থেকে দূরবর্তী ও গভীর সমুদ্রে দীর্ঘমেয়াদী অভিযান চালিয়েছে। এর অংশ হিসেবে গত মে মাসে ইরানের ৮৬তম নৌবহর বিশ্ব সমুদ্রসীমা পরিভ্রমণের ঐতিহাসিক মিশন পরিচালনা করে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও এই মিশন ছিল ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলদায়ক।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।