আত্মরক্ষা করার সহজাত অধিকার ইরানের রয়েছে: স্থায়ী প্রতিনিধি
(last modified Fri, 08 Mar 2024 11:47:11 GMT )
মার্চ ০৮, ২০২৪ ১৭:৪৭ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি
    জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি

ইরানের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নেয়ার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়েছে তেহরান। তেহরান বলেছে, আত্মরক্ষা করার এবং ইসরাইলের পক্ষ থেকে যেকোনো হুমকির জবাব দেয়ার ‘সহজাত’ অধিকার ইরানের রয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি ওই সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট ইয়ামাজাকি কাজুয়ুকির কাছে লেখা এক চিঠিতে এ হুঁশিয়ারি দিয়েছেন।

সম্প্রতি ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাতজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে এক লিখিত অভিযোগে দাবি করেন যে, ইরান সিরিয়ার মাধ্যমে লেবাননের হিজবুল্লাহর কাছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে। এর ফলে তেল আবিবসহ আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এরপর নিজের এক্স একাউন্টে দেয়া এক পোস্টে কাতজ হুমকি দিয়ে বলেন, নিরাপত্তা পরিষদ কোনো ব্যবস্থা না নিলে ইসরাইল নিজেই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।

এর জবাবে ইরানের স্থায়ী প্রতিনিধি আজ বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের চলমান সামরিক হঠকারিতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, জাতিসংঘ ঘোষণা অনুযায়ী আত্মরক্ষা করার আইনসম্মত ও সহজাত অধিকার তেহরানের রয়েছে।

ইরাভানি তার চিঠিতে বলেন, ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ ডাহা মিথ্যা এবং তেল আবিব গাজা উপত্যকায় নিজের ভয়াবহ গণহত্যার অপরাধ ধামাচাপা দেয়ার জন্য তেহরানের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে। ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন, সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে এই অভিযোগের মাধ্যমে তাকে বৈধতা দেয়ারও চেষ্টা করেছে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী।#

 পার্সটুডে/এমএমআই/এমএআর/৮