ইরানি প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি ৫ গুণ বেড়েছে: রেজা আশতিয়ানি
https://parstoday.ir/bn/news/iran-i135588-ইরানি_প্রতিরক্ষা_সরঞ্জাম_রপ্তানি_৫_গুণ_বেড়েছে_রেজা_আশতিয়ানি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছেন, তার দেশ থেকে সামরিক সরঞ্জাম রপ্তানির পরিমাণ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১৪, ২০২৪ ১২:২৮ Asia/Dhaka
  • মোহাম্মাদ রেজা আশতিয়ানি
    মোহাম্মাদ রেজা আশতিয়ানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছেন, তার দেশ থেকে সামরিক সরঞ্জাম রপ্তানির পরিমাণ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গতকাল (বুধবার) রাজধানী তেহরানে ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে তিনি সাংবাদিকদের কাছে এই তথ্য জানান। জেনারেল আশতিয়ানি বলেন, ইরানের প্রতিরক্ষা শিল্প এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সামরিক সহযোগিতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে।

রাশিয়া, তুরস্ক এবং আরো কয়েকটি দেশের সঙ্গে সামরিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, তার দেশ এখন বিমান ও উড়োজাহাজ তৈরির ক্ষেত্রে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। ইরানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, “গত দুই বছরের তুলনায় এবার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির পরিমাণ চার থেকে পাঁচ গুণ বেড়েছে এবং আমরা আরো কিছু অস্ত্র তৈরির চেষ্টা করছি যা ভবিষ্যতে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে।”

জেনারেল রেজা আশতিয়ানি জোরালো ভাষায় বলেন, “ড্রোনের ইঞ্জিন তৈরির ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি এবং আরো ভারী ইঞ্জিন তৈরির ক্ষেত্রে উচ্চ পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছি।” তিনি আরো জানান, “দেশীয় প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম তৈরির কারণে আমরা এখন প্রতিরক্ষা শক্তির দিক দিয়ে বিশ্বে বিশেষ মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছি।” আগামী ফর্সি বছরে ইরান মহাকাশ গবেষণার ক্ষেত্রে আরো বিশেষ অগ্রগতি অর্জন করবে বলে আশা করেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী।#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।