মার্চ ২১, ২০২৪ ১৪:২৫ Asia/Dhaka
  • দক্ষিণ আফ্রিকার গ্র্যান্ড প্রিক্স জয়ী ইরানি নারী দৌড়বিদ মারিয়াম তুসি
    দক্ষিণ আফ্রিকার গ্র্যান্ড প্রিক্স জয়ী ইরানি নারী দৌড়বিদ মারিয়াম তুসি

সুপরিচিত ইরানি দৌড়বিদ ‘মারিয়াম তুসি’ অসামান্য ক্রীড়ানৈপূণ্য প্রদর্শন করে দক্ষিণ আফ্রিকার গ্র্যান্ড প্রিক্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ জিতেছেন।

‘মারিয়াম তুসি’ দক্ষিণ আফ্রিকার গ্র্যান্ড প্রি অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১০০ ও ২০০ মিটার চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়লাভ করেছেন এবং ২০০ মিটার ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েছেন।

 মারিয়াম তুসি

তুসি এই প্রতিযোগিতার ২০০ মিটার ইভেন্টে ২৩.৩৫ সেকেন্ডে (+০.৩) তার প্রতিযোগীদের চেয়ে আগে ফিনিশ লাইন অতিক্রম করতে সক্ষম হন।  এই ইভেন্টে এর আগের জাতীয় রেকর্ডটিও  (২৩.৪৬ সেকেন্ড) ছিল তার।  ১১ বছর পর তিনি নিজের সেই রেকর্ড ভঙ্গ করেন।

 মারিয়াম তুসি

এই বিখ্যাত ও সুপরিচিত ইরানী নারী দৌড়বিদ এই প্রতিযোগিতার ১০০ মিটার ইভেন্টেও অংশ নিয়েছিলেন এবং তাতে ১১.৬০ সেকেন্ডের কোরাম রেকর্ড করে শিরোপা জিততে সক্ষম হন।#

পার্সটুডে/এমএমআই/২১

 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ