মে ১০, ২০২৪ ১৮:২৮ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি
    হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি হজকে ধর্মীয় বিধি-বিধানের পরিপূর্ণতার প্রতীক হিসেবে অভিহিত করেছেন। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেছেন: বারাআত বা মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদের বিষয়টি না থাকলে হজের বার্তা মুসলিম উম্মাহর কাছে সঠিকভাবে পৌঁছাবে না। এ বছরের হজও বারাআতের হজ, এবারের হজে অংশগ্রহণকারী ব্যক্তিরা তারা যে জাতিরই হোক না কেন এবার 'আমেরিকা ধ্বংস হোক' বলে স্লোগান দেবেন।  

গাজা উপত্যকায় ইসরাইলি হত্যা-নৃশংসতার প্রতি ইঙ্গিত করে তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেন, গাজার ঘটনাবলী হজের আনুষ্ঠানিকতায় একটা টার্নিং পয়েন্ট হিসেবে গণ্য হবে। মানবাধিকারের বিরুদ্ধে পশ্চিমাদের অবস্থান গাজার ঘটনায় স্পষ্ট হয়েছে।

তিনি বলেন, আমরা গাজায় দেখতে পাচ্ছি নজিরবিহীন নিপীড়নের মধ্যেও গাজাবাসী প্রতিরোধ গড়ে তুলছে। একই সঙ্গে সেখানে আমেরিকা এবং ইসরাইলের নিষ্ঠুরতার সাক্ষী হচ্ছে গোটা বিশ্ব।

সারা বিশ্বে দখলদার ইসরাইলের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের আন্দোলনের প্রশংসা করে ইরানের এই আলেম বলেন, সারা বিশ্বে শিক্ষার্থীরা একটি স্বতঃস্ফূর্ত সমন্বিত আন্দোলন গড়ে তুলেছে। কিন্তু মানবাধিকার ও নারীর অধিকারের দাবিদারেরা তাদের সঙ্গে বর্বর আচরণ করছে। নির্যাতিতদের মধ্যে মেয়েরাও রয়েছেন।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ