আমেরিকার সাম্প্রতিক হস্তক্ষেপই ইসরাইলের অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণ
https://parstoday.ir/bn/news/iran-i136120-আমেরিকার_সাম্প্রতিক_হস্তক্ষেপই_ইসরাইলের_অস্তিত্ব_বিপন্ন_হওয়ার_কারণ
এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী এক ইরানি তার টাইমলাইনে ইহুদিবাদী ইসরাইলের প্রতি মার্কিন সার্বিক সহযোগিতা সম্পর্কে লিখেছেন: ইসরাইলকে বাঁচিয়ে রাখার জন্য ওয়াশিংটন প্রয়োজনে নেতানিয়াহুকেও বলি দিতে প্রস্তুত।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মার্চ ২৯, ২০২৪ ১৮:০৪ Asia/Dhaka
  • আমেরিকার সাম্প্রতিক হস্তক্ষেপই ইসরাইলের অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণ
    আমেরিকার সাম্প্রতিক হস্তক্ষেপই ইসরাইলের অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণ

এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী এক ইরানি তার টাইমলাইনে ইহুদিবাদী ইসরাইলের প্রতি মার্কিন সার্বিক সহযোগিতা সম্পর্কে লিখেছেন: ইসরাইলকে বাঁচিয়ে রাখার জন্য ওয়াশিংটন প্রয়োজনে নেতানিয়াহুকেও বলি দিতে প্রস্তুত।

আব্দুল রহিম আনসারী নামের ওই এক্স পেইজ ব্যবহারকারী ইরানি লিখেছেন: গাজা যুদ্ধের ছয় মাস কেটে গেছে। এতো নৃশংস গণহত্যা, এত নিষ্ঠুরতা, ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর নির্বিচার হত্যাকাণ্ড চালানো সত্ত্বেও আমেরিকার কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে টু-শব্দটিও শোনা যায় নি। কিন্তু এখন যেহেতু ইসরাইলের অবস্থা বিপজ্জনক হয়ে উঠেছে ডান-বামের সবাই যুদ্ধ বন্ধের ব্যাপারে উঠেপড়ে লেগেছে।

নিরাপত্তা পরিষদের প্রস্তাবে আমেরিকা ভেটো দেয় না; এমনকি ট্রাম্প, যিনি ইসরাইলকে অনন্য সেবা দেওয়ার জন্য বিখ্যাত, তিনিও যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাচ্ছেন। বাইডেন সরকার পরোক্ষভাবে নেতানিয়াহুকে অপসারণেরও চেষ্টা করছে; কেন? কারণ, ইসরাইল এখন অস্তিত্ব সংকটে ভুগছে, প্রয়োজনে তারা নেতানিয়াহুকেও বলি দেবে!#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।