ইসরাইলি আগ্রাসনের চূড়ান্ত জবাব দেয়ার অধিকার রাখে তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i136270-ইসরাইলি_আগ্রাসনের_চূড়ান্ত_জবাব_দেয়ার_অধিকার_রাখে_তেহরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,   আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় ইরানি কনস্যুলেট ভবনে যে আগ্রাসন চালিয়েছে তার চূড়ান্ত জবাব দেয়ার অধিকার রাখে তেহরান।
(last modified 2025-09-21T15:53:49+00:00 )
এপ্রিল ০৩, ২০২৪ ১৩:২৮ Asia/Dhaka
  •  ইসরাইলি আগ্রাসনের চূড়ান্ত জবাব দেয়ার অধিকার রাখে তেহরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,   আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় ইরানি কনস্যুলেট ভবনে যে আগ্রাসন চালিয়েছে তার চূড়ান্ত জবাব দেয়ার অধিকার রাখে তেহরান।

সোমবার বিকেলে ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে হামলা চালায়। এতে আইআরজিসি’র বেশ কয়েকজন সামরিক উপদেষ্টা শহীদ হন।

এই আগ্রাসনের বিরুদ্ধে গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোরতম ভাষায় নিন্দা জানিয়ে বলেছে, ইরানি কনসুলেটে কর্মরত সামরিক উপদেষ্টারা কূটনৈতিক দায়মুক্তি পাওয়ার কথা থাকলেও ইহুদিবাদী ইসরাইল সেই আইন অগ্রাহ্য করে অত্যন্ত কাপুরুষোচিতভাবে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে ইরান এখন এই হামলার বিরুদ্ধে আইনগতভাবে এবং জাতিসংঘ সনদ অনুসারে জবাব দেয়ার অধিকার রাখে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরাইলকে এই অপরাধযজ্ঞের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। এই ধরনের ঘৃণ্য অপরাধযজ্ঞ চালিয়ে ইসরাইল তার অবধারিত পরাজয় এড়াতে পারবে না বলেও মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩