দামেস্কের ইরানি কনস্যুলেটে হামলা ছিল ইসরাইলের আত্মঘাতী সিদ্ধান্ত: জেনারেল বাকেরি
https://parstoday.ir/bn/news/iran-i136400-দামেস্কের_ইরানি_কনস্যুলেটে_হামলা_ছিল_ইসরাইলের_আত্মঘাতী_সিদ্ধান্ত_জেনারেল_বাকেরি
ইরানের শীর্ষ সেনা কমান্ডার বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে ইহুদিবাদী ইসরাইলের হামলা ছিল এই অবৈধ দখলদার সরকারের একটি আত্মঘাতী সিদ্ধান্ত।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৭, ২০২৪ ০৯:৪৬ Asia/Dhaka
  • কুদস দিবসের মিছিলে শহীদদের কফিন শ্রদ্ধা জানাচ্ছেন ইরানিরা
    কুদস দিবসের মিছিলে শহীদদের কফিন শ্রদ্ধা জানাচ্ছেন ইরানিরা

ইরানের শীর্ষ সেনা কমান্ডার বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে ইহুদিবাদী ইসরাইলের হামলা ছিল এই অবৈধ দখলদার সরকারের একটি আত্মঘাতী সিদ্ধান্ত।  

গতকাল (শনিবার) ইরানের ইস্পাহান শহরে শহীদ মেজর জেনারেল মোহাম্মাদ রেজা জাহেদির দাফন অনুষ্ঠানে এ মন্তব্য করেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি। এ সময় উপস্থিত জনতা ‘আমেরিকা ধ্বংস হোক’, ‘ইসরাইল নিপাত যাক’ বলে স্লোগান দেন। 

গত সোমবার বিকেলে সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় জেনারেল জাহেদিসহ সাত ইরানি সামরিক উপদেষ্টা শাহাদাতবরণ করেন। 

জেনারেল বাকেরি বলেন, দামেস্কের ইরানি কনস্যুলেট ভবন কূটনৈতিক মিশন হিসেবে আন্তর্জাতিক নিরাপত্তা পাওয়া সত্ত্বেও সেখানে হামলার ঘটনায় ইহুদিবাদী সরকারের মানসিক বিকার প্রকাশ পেয়েছে এবং এ ঘটনাকে তেল আবিবের আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।  তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা নিঃসন্দেহে এই হামলার প্রতিশোধ নেব।”

ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা বলেন, “আমরা আমাদের কমান্ডারদের কাছ থেকে যেকোনো অভিযান চালানোর সময়, ধরন ও পরিকল্পনা রপ্ত করেছি। আমরা এ অভিযান সঠিক সময়ে চালাব এবং শত্রুর সর্বোচ্চ ক্ষতি করব।”

এর আগে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গত বুধবার এক ভাষণে বলেছিলেন, দামেস্কের হামলার জন্য ইসরাইলকে চপেটাঘাত খেতে হবে।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।