কোনো ইসরাইলি দূতাবাস এখন থেকে আর নিরাপদ নয়: ইরানি জেনারেল
(last modified Sun, 07 Apr 2024 13:26:50 GMT )
এপ্রিল ০৭, ২০২৪ ১৯:২৬ Asia/Dhaka
  • কোনো ইসরাইলি দূতাবাস এখন থেকে আর নিরাপদ নয়: ইরানি জেনারেল

ইরানের একজন শীর্ষস্থানীয় জেনারেল বলেছেন, বিশ্বের কোনো স্থানের কোনো ইসরাইলি দূতাবাস এখন থেকে আর নিরাপদ নয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি আজ (রোববার) এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেন, সর্বোচ্চ নেতা ইসরাইলকে থাপ্পড় মারার যে প্রতিশ্রুতি দিয়েছেন তার বাস্তবায়ন করতে প্রতিরোধ ফ্রন্ট সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দখলদার ইসরাইলকে সিরিয়ায় ইরানি কনস্যুলেট ভবনে হামলার জন্য অবশ্যই অনুতপ্ত করা হবে।

জেনারেল সাফাভি বলেন, প্রতিরোধ ফ্রন্ট এখন কী করে তা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে।  ইরানি জেনারেল বলেন, ইরানের প্রতিশোধ গ্রহণের ভয়ে ইসরাইল এখন পর্যন্ত তার ২৮টি দূতাবাস বন্ধ করে দিয়েছে। তারপরও বিশ্বের কোথাও ইসরাইলের কোনো দূতাবাস এখন আর নিরাপদ নয়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক শীর্ষ কমান্ডার সাফাভি আরো বলেন, ইরানি কনস্যুলেটে হামলা চালানোর পর থেকে ইসরাইলিরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছে। তিনি বলেন, “তারা প্রতিরাতে স্বপ্নে মৃত্যু দেখছে এবং তারা হচ্ছে ভূপৃষ্ঠের সবচেয়ে ভীতু প্রাণী।”

গত সোমবার ইসরাইলি যুদ্ধবিমান সিরিয়ার রাজধানী দামেস্কের ইরান দূতাবাস সংলগ্ন কনস্যুলেট ভবনে ভয়াবহ বোমা হামলা চালায়। এতে ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং সাত ইরানি সামরিক উপদেষ্টাসহ ১৩ জন নিহত হন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো ওই হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে ইরান।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৭

ট্যাগ