ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য
উপযুক্ত জবাবের মধ্যদিয়ে ইসরাইলকে শাস্তি দেয়া হবে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইরানের কূটনৈতিক স্থাপনায় ইহুদিবাদী ইসরাইল বর্বর আগ্রাসনের মাধ্যমে যে অপরাধ করেছে, উপযুক্ত জবাবের মধ্যদিয়ে তার শাস্তি দেয়া হবে।
গতকাল (সোমবার) সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদের সাথে বৈঠকের সময় একথা বলেন হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলার পরপরই ইরানি কনসুলেট ভবন এলাকা পরিদর্শন এবং রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের জন্য সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ইরানি কনসুলেট ভবনে হামলার মধ্যদিয়ে একথা প্রমাণ হয়েছে যে, ইহুদিবাদী ইসরাইল কোন আন্তর্জাতিক কনভেনশন বা মানবাধিকার বিষয়ক আইন মান্য করে না। তিনি আরো বলেন, “সিরিয়ার নিরাপত্তকে আমরা আমাদের নিজেদের নিরাপত্তা বলে মনে করি।”
ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার শেষ মুহূর্তের শ্বাস-প্রশ্বাস নিচ্ছে এবং তাদের অপরাধযজ্ঞ তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার নিশ্চয়তা দিতে পারবে না।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৯