আবার হঠকারিতা দেখালে ইসরাইলকে নিষ্পত্তিমূলক জবাব দেয়া হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i136764
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার দেশের বিরুদ্ধে আর কোনো সামরিক হঠকারিতা না দেখাতে ইহুদিবাদী ইসরাইলকে বাধ্য করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আবার কোনো আগ্রাসন চালালে ইসরাইলকে ‘নিষ্পত্তিমূলক’ জবাব দেয়া হবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ১৯, ২০২৪ ১৫:০৩ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার দেশের বিরুদ্ধে আর কোনো সামরিক হঠকারিতা না দেখাতে ইহুদিবাদী ইসরাইলকে বাধ্য করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আবার কোনো আগ্রাসন চালালে ইসরাইলকে ‘নিষ্পত্তিমূলক’ জবাব দেয়া হবে।

বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “আমি আবারও বলে দিচ্ছি, ইসরাইলি হামলার বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা ও বৈধ আত্মরক্ষামূলক পদক্ষেপের ইতি টানা হয়েছে। কাজেই ইহুদিবাদী ইসরাইলকে আমাদের স্থাপনা, সম্পদ ও স্বার্থের বিরুদ্ধে আর কোনো সামরিক হঠকারিতা থেকে বিরত থাকতে হবে।”

এরপর আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “এরপরও ইসরাইল যদি কোনো ধরনের অবৈধ বলপ্রয়োগ করার চেষ্টা করে তাহলে তাকে যথাযথ ও নিষ্পত্তিমূলক জবাব দিতে এবং তাকে অনুতপ্ত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না তেহরান। এটি ইরানের সহজাত অধিকার ও অপরিবর্তনযোগ্য সিদ্ধান্ত।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে বলেন, সকল আন্তর্জাতিক আইন ও রীতিনীতিকে পায়ের তলায় পিষে ইহুদিবাদী ইসরাইল গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরান দূতাবাস সংলগ্ন কনস্যুলেট ভবনে হামলা চালায়। এরপর জাতিসংঘের পক্ষ থেকে ওই হামলার নিন্দা জানানোর অপেক্ষায় ছিল তেহরান।

তিনি বলেন, কিন্তু জাতিসংঘ কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার পর ১৩ এপ্রিল রাতে ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়ে তাকে সতর্কবার্তা দেয়া হয়েছে। গাজায় ইসরাইলি আগ্রাসনের সহযোগী দেশগুলো ওই হামলা ঠেকাতে তেল আবিবকে সহযোগিতা করবে বলে তেহরান নিশ্চিত থাকায় হামলায় বহুমুখী অস্ত্র ব্যবহার করা হয়েছে।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ১৩ এপ্রিলের হামলা ছিল ‘সীমিত ও অতি সামান্য’ প্রতিক্রিয়া। এতে শুধুমাত্র দু’টি ইসরাইলি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি তেল আবিবকে আবার কোনো হঠকারিতা দেখানো থেকে বিরত রাখতে না পারে তাহলে পরবর্তী হামলা হবে বিশাল ও তার কোনো সীমা পরিসীমা থাকবে না।

এর আগে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদে ইব্রাহিম রায়িসি গত ১৬ এপ্রিল এক ভাষণে বলেছিলেন, তেহরান ব্যাপকভিত্তিক হামলা চালালে ইসরাইল নামক কোনোকিছুর অস্তিত্ব অবশিষ্ট থাকত না।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।