ইরানের আকাশে সন্দেহজনক উড়ন্ত বস্তু লক্ষ্য করে গুলি; কোনো ক্ষয়ক্ষতি হয়নি
https://parstoday.ir/bn/news/iran-i136768-ইরানের_আকাশে_সন্দেহজনক_উড়ন্ত_বস্তু_লক্ষ্য_করে_গুলি_কোনো_ক্ষয়ক্ষতি_হয়নি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহানের আকাশে ছোট আকারের কয়েকটি সন্দেহজনক উড়ন্ত বস্তুকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৯, ২০২৪ ১৫:১০ Asia/Dhaka
  • মুসাভি
    মুসাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহানের আকাশে ছোট আকারের কয়েকটি সন্দেহজনক উড়ন্ত বস্তুকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি আজ (শুক্রবার) সকালে এক প্রতিক্রিয়ায় বলেছেন, ইস্ফাহানে বিস্ফোরণের যে শব্দ শোনা গেছে তা ছিল সন্দেহজনক উড়ন্ত বস্তুকে লক্ষ্য করে গুলি চালানোর শব্দ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে গুলি ছোঁড়ার কারণে এই শব্দ শোনা গেছে। আজকের ঘটনায় কোনো ধরণের ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান। এসব উড়ন্ত বস্তুকে খুবই ছোট আকারের ড্রোন হিসেবে উল্লেখ করেছে ইরানের কোনো কোনো গণমাধ্যম।

সেনাপ্রধান বলেন, আকাশে উড়ন্ত বস্তুর উপস্থিতির বিষয়টি নিয়ে তদন্ত চলছে, এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে ইস্ফাহান প্রদেশের সামরিক কর্মকর্তা মিহানদোস্ত বলেছেন, ইস্ফাহানে কোনো ধরণের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ইস্ফাহান ছাড়াও তাবরিজ শহরের আকাশেও সন্দেহজনক উড়ন্ত বস্তুর উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপর সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে।

ইরানের স্থানীয় সময় আজ (শুক্রবার) ভোর চারটার দিকে কোনো কোনো সূত্র জানায়, ইস্ফাহানে বিকট শব্দ হয়েছে।এরপরই পশ্চিমা গণমাধ্যম খবর দেয়, ইসরাইল ইরানে হামলা চালিয়েছে। কিন্তু এরপর জানা যায়, ইস্ফাহানসহ ইরানের কোথাও ক্ষেপণাস্ত্র হামলা বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গুলি চালানোর কারণেই এমন শব্দ তৈরি হয়েছে।#   

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন