এপ্রিল ২০, ২০২৪ ১০:০১ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম গতকাল ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ সেমনানের দামঘান শহর পরিদর্শনের সময় বক্তব্য রাখছেন।
    প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম গতকাল ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ সেমনানের দামঘান শহর পরিদর্শনের সময় বক্তব্য রাখছেন।

ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে গত ১৩ এপ্রিল ইরানের সশস্ত্র বাহিনী যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে আবারও তার ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, এ ঘটনায় ইরানের শক্তিমত্তা প্রদর্শিত হয়েছে এবং এটি ছিল অবৈধ ইসরাইল সরকারের বিরুদ্ধে একটি অতি জরুরি জবাব। 

রায়িসি শুক্রবার ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশের দামকান শহরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন।

ইহুদিবাদী ইসরাইল গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেট ভবনে যে বিমান হামলা চালিয়েছিল তার জবাব দিতে ১৩ এপ্রিল রাতে ইসরাইলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে তেহরান।

এ সম্পর্কে প্রেসিডেন্ট রায়িসি বলেন, সত্য প্রতিশ্রুতি নামের ওই অভিযানে ইরানের শক্তিমত্তা, ঐক্য ও সংহতি প্রদর্শিত হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নেতৃত্বে ইরানি জনগণ যে ঐক্যবদ্ধ রয়েছে তা প্রমাণিত হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, সকল রাজনৈতিক পক্ষ মনে করে যে, অতি জরুরি ওই প্রতিশোধমূলক হামলা ইরানের জন্য সম্মান বয়ে এনেছে। ইরানের শত্রুরা এদেশের উন্নতি ও অগ্রগতি সহ্য করতে না পারলেও ইরানি জনগণ সকল ক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছাতে বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন। #

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ