পশ্চিম এশিয়ায় উত্তেজনার মূল কারণ গাজায় ইসরাইলি গণহত্যা: ইরান
(last modified Mon, 22 Apr 2024 03:24:51 GMT )
এপ্রিল ২২, ২০২৪ ০৯:২৪ Asia/Dhaka
  • পশ্চিম এশিয়ায় উত্তেজনার মূল কারণ গাজায় ইসরাইলি গণহত্যা: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা চায় না। তিনি আরো বলেছেন, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী সরকারের চলমান গণহত্যামূলক আগ্রাসন পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা সৃষ্টির প্রধান কারণ।

তিনি রোববার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভ্যালটোনেনের সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেন।

তিনি বলেন, এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে পাশ্চাত্যকে দ্বৈত নীতি পরিহার করে সঠিক অবস্থান গ্রহণ করতে হবে। গাজা যুদ্ধ বন্ধ করার জন্য সকল পক্ষকে চেষ্টা চালানোর আহ্বান জানিয়ে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, এই প্রচেষ্টার অংশ হিসেবে ইউরোপীয় দেশগুলোকে ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করতে হবে।

ফোনালাপে ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক সংঘাত কোনো অবস্থাতেই কারো স্বার্থ রক্ষা করবে না। তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করে এমন যেকোনো পদক্ষেপের নিন্দা জানিয়েছে তার দেশ। #

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।