ইরানি পুলিশের ড্রোন হামলা: সিস্তান বালুচিস্তানে ২ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/iran-i137012
পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পুলিশের ড্রোন হামলায় দুই উগ্রবাদী সন্ত্রাসী নিহত হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ২৬, ২০২৪ ১৪:৪৩ Asia/Dhaka
  • ইরানি পুলিশের ড্রোন হামলা: সিস্তান বালুচিস্তানে ২ সন্ত্রাসী নিহত

পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পুলিশের ড্রোন হামলায় দুই উগ্রবাদী সন্ত্রাসী নিহত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মফস্বল জেলা শুরো’র একটি রাস্তা দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় ওই সন্ত্রাসীদের উপর হামলা চালায় ইরানি পুলিশ। শুরো জেলা প্রাদেশিক রাজধানী জাহেদানের উপকণ্ঠে অবস্থিত। গতকাল সন্ধ্যার দিকে এই হামলার ঘটনা ঘটে। 

সিস্তান-বালুচিস্তান প্রদেশটি পাকিস্তান ও আফগান সীমান্তে অবস্থিত। মাঝেমধ্যেই সেখানে উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠী বেসামরিক লোকজন এবং ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিতে হামলা চালায়। তবে বিগত বছরগুলোতে ইরানের নিরাপত্তা বাহিনী সীমান্ত রক্ষা করে আসছে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের হামলা প্রতিহত করেছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৬

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।